Heroin smuggling: বাদুড়িয়া থেকে উদ্ধার ১ কোটি টাকার হেরোইন, পাচারের আগেই STF-এর জালে ২

রাজ্যে আবারও বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার করল এসটিএফ। যার মূল্য প্রায় এক কোটি টাকা। এছাড়া, দুই পাচারকারীকে গ্রেফতার করা হয়েছে। উত্তর ২৪ পরগনার বসিরহাটের বাদুড়িয়া থানার আধারমানিক পোস্ট অফিস মোড়ে অভিযান চালায় রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স। সেখানে হেরোইন পাচারের সময় দুই পাচারকারীকে হাতেনাতে ধরে ফেলে এসটিএফ।

ধৃতদের নাম হল, বসিরহাটের বাসিন্দা নাসিরুদ্দিন গাজী ও বনগাঁর বাসিন্দা অতনু সাহা। এসটিএফ সূত্রে জানা গিয়েছে, রবিবার সন্ধ্যায় আধারমানিক পোস্ট অফিস মোড়ের আধারমানিক নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের সামনে এই দুই পাচারকারী প্রচুর হেরোইন পাচার করার চেষ্টা করছিল। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে হানা দেন গোয়েন্দারা। তখনই তাদের হেরোইন-সহ গ্রেফতার করে এসটিএফ। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া হেরোইনের পরিমাণ হল এক কোটি টাকা। এছাড়াও, একটি মোটর সাইকেল, দুটি মোবাইল ফোন ও নগদ ৩০ হাজার টাকা উদ্ধার হয়েছে। উদ্ধার হওয়া হেরোইনের বাজার মূল্য প্রায় এক কোটি টাকা। ধৃত দুজনের বিরুদ্ধে মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। দুই পাচারকারীকে আজ সোমবার বারাসাত জেলা আদালতে তোলার কথা। বিপুল পরিমাণে হেরোইন উদ্ধার হওয়ায় স্বভাবতই চঞ্চল্য ছড়িয়েছে বাদুড়িয়া জুড়ে। এই ঘটনার সঙ্গে অন্য কোন বড় পাচার চক্রের যোগ আছে কিনা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। পাশাপাশি তারা কোথা থেকে হেরোইন পেয়েছিল? কোথায় হেরোইন পাচার করছিল? এর সঙ্গে আরও কারা জড়িত তা জানার জন্য ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করবে পুলিশ।

উল্লেখ্য, চলতি মাসের প্রথম দিকে বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে ৫ কোটি টাকার হেরোইন-সহ পাঁচজনকে গ্রেফতার করেছিল রাজ্য পুলিশের এসটিএফ। এছাড়াও, তারও কয়েকদিন আগে কলকাতা থেকে এক কোটি টাকার হেরোইন-সহ দুই ব্যক্তিকে গ্রেফতার করেছিল পুলিশ। সেই সঙ্গে তাদের কাছ থেকে উদ্ধার করেছিল নগদ দু’লক্ষ টাকা ও দুটি মোবাইল। ধৃতদের বিরুদ্ধে মাদক আইনে মামলা রুজু হয়েছে। এছাড়াও মার্চ মাসের শেষ সপ্তাহে সল্টলেকের সুকান্তনগর থেকে এক দম্পতিকে গ্রেফতার করেছিল পুলিশ। ওই দম্পতি বিলাসবহুল গাড়িতে করে হেরোইন পাচার করছিল। তাদের কাছ থেকে উদ্ধার হয়েছিল ৫০০ গ্রাম হেরোইন । এছাড়াও ৩০ হাজারের বেশি ছোট হেরোইনের প্যাকেট ছিল তাদের কাছে। সব মিলিয়ে তাদের কাছ থেকে ৫ কোটি টাকার হেরোইন উদ্ধার হয়েছিল।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup