Mamata Banerjee: মমতার প্রস্তাব মেনে ১২ জুন পাটনায় বিরোধী বৈঠক, যাচ্ছেন তৃণমূল নেত্রী

১২ জুন পাটনায় বিরোধী বৈঠকে থাকবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। নবান্নে সাংবাদিক বৈঠকে তাঁর থাকার বিষয়টি নিশ্চিত করেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রী বলেন,’নীতীশজি যখন কলকাতা এসেছিলেন তখন আমি প্রস্তাব দিয়েছিলাম পাটনাতেই বৈঠক হোক। কারণ, ওখানে থেকে জয়প্রকাশ নারায়ণজি আন্দোলন শুরু করেছিলেন। ওটা একটা হিন্দি বেল্ট। আমিই নীতীশজিকে বলেছিলাম সবাইকে আমন্ত্রণ জানান। যার আসার তারা আসবে।’

ওই বৈঠকে তিনিও হাজির থাকবেন বলে জানান মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘১২ জুন পাটনায় বৈঠক হচ্ছে। আমি যাচ্ছি।’ 

দু’সপ্তাহ আগে নবান্নে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার ও উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব। সেই বৈঠকেই মমতা প্রস্তাব দেন একটি বৈঠক পাটনায় করার জন্য। সেই প্রস্তাব মেনেই বিহারের রাজধানীতে একটি বৈঠক হচ্ছে।

তবে এই বৈঠকে আগে দিল্লি হওয়ার কথা ছিল। নীতি আয়োগের বৈঠকের পর বিরোধীরা বৈঠক করবেন বলে ঠিক ছিল। মমতা বলেন,’আমার অনেকগুলি দল যৌথ সিদ্ধান্ত নিয়ে নয়া সংসদ ভবন উদ্বোধনে যাইনি। আমার নীতি আয়োগের বৈঠকেও অংশগ্রহণ করিনি। অনেকে চাইছিলেন দিল্লিতে এই বৈঠক হোক। কিন্তু, আঞ্চলিক দলগুলিকেও গুরুত্ব দেওয়া উচিত। সে কারণে পাটনা থেকেই এই বৈঠক শুরু হোক। ‘ মমতা জানান এর পর অন্য রাজ্যতেও এই বৈঠক হবে। (পড়তে পারেন। কিছু জানি না, কাগজে দেখেছি,’ বাইরনের TMC-তে যোগদান নিয়ে মন্তব্য দলনেত্রী মমতার) 

সূত্রের খবর, পাটনার জ্ঞান ভবনে এই বৈঠক হতে পারে। জেডিইউ নেতা মনজিৎ সিং জানিয়েছেন, আগামী ১২ জুন বিরোধী দলগুলিকে বৈঠকে আমন্ত্রণ জানানো হয়েছে। বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এই বৈঠকে সভাপতিত্ব করবেন। সোমবারই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। সেই আমন্ত্রণ পাওয়ার পর তার জবাবও দিয়েছেন মুখ্যমন্ত্রী।