Mohammad Shami Bags IPL 2023 Purple Cap Despite Going Wicketless In The Final

আমদাবাদ: আইপিএলের ফাইনালে চেন্নাই সুপার কিংসের বিরুদ্ধে তাঁর পরিসংখ্য়ান ৩ ওভারে বিনা উইকেটে ২৯ রান। রুদ্ধশ্বাস ফাইনালে পরাজিত হয়েছে তাঁর দল গুজরাত টাইটান্স। তবে গোটা মরসুম জুড়ে মহম্মদ শামি (Mohammad Shami) বারংবার প্রমাণ করে দিয়েছেন কেন তাঁকে বর্তমান বিশ্বের অন্যতম সেরা বোলার হিসাবে গণ্য করা হয়। এ মরসুমের আইপিএলের সর্বোচ্চ উইকেটশিকারী হিসাবে তিনিই পার্পল ক্যাপ (IPL 2023 Purple Cap) জিতলেন।

ABP Ananda – Live TV

মরসুমে মহম্মদ শামি ১৮.৬৪ গড় ও ৮.০৩ ইকোনমিতে মোট ২৮টি উইকেট নিয়েছেন। এর সুবাদেই শামি টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারী হলেন। পরিসংখ্যানের বিচারে এটাই তাঁর কেরিয়ারের সেরা মরসুম। শামি মরসুমজুড়েই নতুন বল হাতে আগুন ঝরিয়েছেন। তাঁর আগুনে বোলিংয়ে ভর করে বারংবার শুরুতেই প্রতিপক্ষকে চাপে ফেলতে সক্ষম হয়েছে গুজরাত, যা তাঁদের সাফল্যের অন্যতম কারণ। ফাইনালে নতুন বল হাতে নিজের জাদু দেখাতে ব্য়র্থ হন শামি। একেই গুজরাতের পরাজয়ের অন্য়তম কারণ বলে মনে করছেন অনেকে।

শামির পর তালিকায় দ্বিতীয় স্থানে আরেক গুজরাত তারকা মোহিত শর্মা (Mohit Sharma)। তাঁর শেষ দুই বলেই চার ও ছয় হাঁকিয়ে সিএসকেকে টুর্নামেন্ট জেতান রবীন্দ্র জাডেজা। তবে এই দুই বল কোনভাবেই মোহিতের এবারের রূপকথার আইপিএল সফরের পরিচয় হতে পারে না। গত মরসুমে নেট বোলার থেকে ৩৪ বছর বয়সে আইপিএলের মঞ্চে ফিরেই মোহিত প্রমাণ করে দেন যে তিনি এখনও ফুরিয়ে যাননি। এমনকী ফাইনালেও তিন উইকেট নিয়ে তিনিই গুজরাতের সফলতম বোলার। অভিজ্ঞ এই ফাস্ট বোলার মরসুম শেষ করলেন ২৭টি উইকেট নিয়ে।

পার্পল ক্যাপ তালিকার প্রথম দুই স্থানের মতো তৃতীয় স্থানেও গুজরাত ফ্র্যাঞ্চাইজিরই তারকা বোলার রয়েছে। মোহিতের মতো তাঁর সতীর্থ রশিদ খানও ২৭টি উইকেটই নিয়েছেন। তবে মোহিতের ইকোনমি (৮.১৭) রশিদের (৮.২৩) থেকে কম হওয়ায় পার্পল ক্যাপ তালিকায় আফগান তারকার থেকে আগে রয়েছেন মোহিত। রশিদের পরে প্রথম পাঁচের বাকি দুইজন তাঁরই মতো লেগ স্পিনার। তালিকায় চারে রয়েছেন মুম্বই ইন্ডিয়ান্সের পীযূষ চাওলা, আর পাঁচে গত বারের পার্পল ক্যাপজয়ী যুজবেন্দ্র চাহাল। 

চাওলার দখলে ১৬ ম্যাচে ২২ উইকেট রয়েছে, চাহাল ১৪ ম্যাচে নিয়েছেন ২১ উইকেট। ১৪ ম্যাচে ২০ উইকেট নিয়ে পার্পল ক্যাপ তালিকার প্রথম দশে থাকা একমাত্র কেকেআর তারকা বরুণ চক্রবর্তী। তিনি ১৪ ম্য়াচে ২০ উইকেট নিয়েছেন।

আরও পড়ুন: ব্যাড কোলেস্টেরলের মাত্রা কমানোর জন্য কী কী খেতে পারেন? রইল তারই তালিকা