Karnataka education: শিক্ষায় বিজেপি সরকারের রীতি বদলের উদ্যোগ! কী বললেন কর্ণাটকের শিক্ষামন্ত্রী

শিক্ষা প্রতিষ্ঠানে হিজাব পড়া নিষিদ্ধ করা থেকে পাঠ্যপুস্তকের বড়সড় বদল। বিজেপি সরকার থাকাকালীন এমনই একাধিক বদলের সাক্ষী থেকেছে কর্ণাটক। ‌তবে সেই সব নিয়ম কানুনে এবার বদল আসতে চলেছে। কর্ণাটকের নবনির্বাচিত কংগ্রেস  সরকারের তরফে এমনটাই জানানো হল মঙ্গলবার। শিক্ষাপ্রতিষ্ঠানে বিজেপি সরকরের বিভিন্ন আইন কানুন নিয়ে শিক্ষাবিদদের আলোচনায় বসেছিলেন কর্নাটকের নবনির্বাচিত মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া। বৈঠকের পরেই শিক্ষামন্ত্রীর মুখে ইতিবাচক মন্তব্য শোনা গেল। রাজ্যে শিক্ষামন্ত্রী মধু বাঙ্গারাপ্পা জানালেন, সবরকম পড়ুয়াদের ভালো হয়, এমন সিদ্ধান্তই কার্যকর করা হবে শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে। হিজাবএর বিষয়টি বিচারাধীন হওয়ায় এই নিয়ে কোনও মন্তব্য করতে চাননি বাঙ্গারপ্পা। এই দিন তিনি বলেন, ‘মামলাটি বর্তমানে আদালতে রয়েছে। আইন আইনের পথেই লড়াই করবে এই ব্যাপারে। এটা নিয়ে আর মন্তব্য করা ঠিক নয়। তবে আমরা এমন একটি সিদ্ধান্ত নেব যা সকল শিক্ষার্থীর উপকারে আসবে।’

আরও পড়ুন: ভয়ানক ক্ষতি হচ্ছে ত্বকের, তামাকেই ‘পুড়ছে’ মুখের জেল্লা! রেহাই কোন পথে জানেন

আরও পড়ুন: প্রসবের পরেই শরীরে মিলল মাংসখেকো জীবাণুর হদিশ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা নতুন মায়ের

সোমবার প্রায় ৩০জন শিক্ষাবিদদের একটি দল বেঙ্গালুরুতে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়ার সঙ্গে দেখা করেন। শিক্ষাখাতের সংস্কারের জন্য বিভিন্ন দাবি নিয়ে একটি স্মারকলিপি জমা দেন তাঁরা। তাঁদের স্মারকলিপিতে বলা হয়, ‘হিজাব বিতর্কের কারণে হাজার হাজার মেয়ে শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে।’ ক্লাসে হিজাব পরার উসর যে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে তা প্রত্যাহার করা হোক। ওই স্মারকলিপিতে সরকারকে এমনটাই আর্জি জানান তাঁরা। 

২০২১ সালের ডিসেম্বরে কর্ণাটকের উদুপি জেলার একটি সরকারি প্রাক-বিশ্ববিদ্যালয় কলেজে ছয়জন ছাত্রকে হিজাব পরার জন্য ক্লাসে ঢুকতে বাধা দেওয়া হয়। এই ঘটনার প্রতিবাদ করায় রাজ্য সরকারের তরফেও হিজাব পরা শিক্ষার্থীদের ক্লাসে ঢোকার উপর নিষেধাজ্ঞা জারি হয়। এর ফলে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। গত বছরের ৩১ জানুয়ারি কর্ণাটক হাইকোর্টে মামলা শুনানি হয়। ওই মামলায় হাইকোর্ট রায় দেয় হিজাব ইসলাম ধর্মের অনুশীলনের জন্য ‘প্রয়োজনীয়’ নয়। এই রায়ের ফলে ক্ষোভে যেন ঘি পড়ে। পরে গত বছরের অক্টোবরে সুপ্রিম কোর্ট ভারতের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের নেতৃত্বাধীন বেঞ্চে এই মামলাটি পাঠায়। 

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup