WMCC meet: ফের আলোচনার টেবিলে মুখোমুখি ভারত-চিন! হাইভোল্টেজ বৈঠকে ফের প্রসঙ্গে সীমান্ত

ফের একবার মুখোমুখি ভারত ও চিন। এবার প্রেক্ষাপট ‘ওয়ার্কিং মেকানিজম ফর কনসালটেশন অ্যান্ড কো অর্ডিনেশন’এর ২৭ তম আলোচনা। এই প্ল্যাটফর্মেই মুখোমুখি হল দুই পক্ষ। চিনের তরফে প্রতিনিধিদের নেতৃত্ব দিয়েছেন চিনের বিদেশ মন্ত্রকের ‘বাউন্ডারি অ্যান্ড ওশিয়ানিক অ্যাফেয়ার্স’এর তরফে সেখানের ডিজি। বুধবার নয়া দিল্লিতে এই বৈঠকে স্বভাবতই উঠে আসে সীমান্ত সম্পর্কিত বিষয়।

উল্লেখ্য়, দিল্লির বৈঠকে ভারত-চিন সীমান্তের পরিস্থিতি এদিনের আলোচনার টেবিলে উঠে আসে। এছাড়াও পূর্ব লাদাখের যে সমস্ত এলাকায় ডিসএনগেজমেন্ট বাকি রয়েছে সেনার তরফে সেই সমস্ত দিক নিয়েও আলোচনা হয়েছে। কেন্দ্রীয় বিদেশমন্ত্রকের দেওয়া তথ্যে জানানো হয়েছে এই আলোচনা ‘খোলাখুলিভাবে হয়েছে’। আলোচনায় বারবার উঠে এসেছে শান্তি স্থাপনের ইস্যুটি। সেখানে বলা হয়েছে, শান্তি ও স্থিতাবস্থা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ককে মজবুত করবে। ওই বিষয়ে আলোচনা সাপেক্ষে লাদাখে সিনিয়র কমান্ডার স্তরের ১৯ তম বৈঠকে বসার বিষয়ে সহমত পোষণ করেন দুই পক্ষের প্রতিনিধিরা। ভারতের বিদেশ মন্ত্রকের সঙ্গে চিনের বিদেশ মন্ত্রক পর্যায়ের এই বৈঠকে দুই পক্ষই সেনা ও কূটনৈতিক স্তরে আলোচনা চালিয়ে যেতে সহমত পোষণ করে। যাকে দুই দেশের স্থির করা লক্ষ্যমাত্রা বাস্তবের রূপ পায়, সেই নিরিখেই এই পদক্ষেপ।

( ফোন খুঁজতে রিজার্ভারের জল ছেঁচে নষ্টের অভিযোগে সরকারি অফিসারের জরিমানা কত টাকার?)

 এদিকে, সদ্য মঙ্গলবারই সিডিএস অনিল চৌহান জানিয়েছেন যে, ২০২০ সালের থেকে শুরু করে চিন এখনও ভারতের উত্তর সীমানা লাগোয়া সেদেশের জমিতে সেনা প্রত্যাহার করেনি। যাতে এই চিনা ট্রুপ ডেমচকে ফিরে যায়, তার জন্য বারবার আলোচনা করা হচ্ছে। উল্লেখ্য, চিনের সাদার্ন ও ইস্টার্ন থিয়েটার কমান্ড থেকে সেনা সরিয়ে তা ওয়েস্টার্ন থিয়েটার কমান্ডে রেখে ভারত সীমান্ত লাগোয়া চিনের এলাকায় কার্যত দুর্গ রচনা করে ফেলেছে পিএলএ। সেক্ষেত্রে তিব্বত ও জিনজিয়াং প্রদেশে ভরে গিয়েছে চিনা সেনা। এদিকে, এই পরিস্থিতির মাঝে চিনের সঙ্গে মার্কিনি ঠান্ডা যুদ্ধের পরিস্থিতিতে মার্কিন কংগ্রেসের তরফে ভারতকে ন্যাটো প্লাস গোষ্ঠীভূর্ত করার প্রস্তাব এসেছে। সেই জায়গা থেকে বুধবার দিল্লিতে চিন ও ভারতের বিদেশ মন্ত্রকের প্রতিনিধিদের মুখোমুখি হওয়ার ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ।