Teacher recruitment: ১৭০৪৬১ পদে শিক্ষক নিয়োগ, খুশির খবর ওই রাজ্যে, কবে থেকে আবেদন, সবটা জানুন

একেবারে বাম্পার নিয়োগ হবে বিহারে। বিহার পাবলিক সার্ভিস কমিশন শিক্ষক নিয়োগ নিয়ে বিরাট বিজ্ঞপ্তি জারি করেছে। সেখানে উল্লেখ করা হয়েছে, সব মিলিয়ে ১৭০৪৬১টি পদে নিয়োগ করা হবে। তার মধ্যে ৭৯৯৪৩টি প্রাথমিক শিক্ষকের পদ। ৩২৯১৬ পদ সেকেন্ডারি শিক্ষকের পদে নিয়োগ হবে। একাদশ ও দ্বাদশে ৫৭৬০২ পদে শিক্ষক নিয়োগ করা হবে। কীভাবে আবেদন করবেন?

সূত্রের খবর, বিহারে শিক্ষকের শূন্য়পদে নিয়োগের জন্য bpsc.bih.nic.in এই ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন। আগামী ১৫ জুন ২০২৩ সাল থেকে এই আবেদন করেন।

৩০ মে বিপিএসসির তরফে এই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। ভারতীয় নাগরিক তথা বিহার রাজ্যের স্থায়ী বাসিন্দারা এই আবেদন করতে পারবেন বলে সূত্রের খবর।

বিহারের উপমুখ্য়মন্ত্রী তেজস্বী যাদবের দফতর থেকে এই শিক্ষক নিয়োগ সংক্রান্ত টুইট করা হয়েছে। দেখে নিন কী লেখা হল সেখানে?

 

 

কত ফি জমা দিতে হবে?

সূত্রের খবর, সব মিলিয়ে জেনারেল ক্যাটাগরির প্রার্থীদের জন্য ৯৫০ টাকা আবেদন ফি জমা করতে হবে। এসসি, এসটি পিডব্লিউডির ও মহিলা প্রার্থীদের জন্য ৪০০ টাকা আবেদন ফি বরাদ্দ করা হয়েছে। এর মধ্যে ২০০ টাকার বায়োমেট্রিক ফি বরাদ্দ করা হয়েছে। অনলাইনে এই ফি জমা দেওয়া যাবে।

শিক্ষক নিয়োগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ তারিখগুলি জেনে নিন…

১৫ জুন থেকে অনলাইনে আবেদন করা যাবে। ১২ জুলাই পর্যন্ত এই আবেদন করা যাবে।

কীভাবে শিক্ষক নিয়োগ হবে?

লিখিত পরীক্ষা দিতে হবে কর্মপ্রার্থীদের। সেই সঙ্গেই নথি যাচাই করা হবে। মেডিক্যাল পরীক্ষাও হবে প্রার্থীদের।

তবে উপরে উল্লিখিত সমস্ত তথ্য়ই নির্দিষ্ট ওয়েবসাইট থেকে যাচাই করে তারপর আবেদন করুন।