Smokeless tobacco in India: ধোঁয়াহীন তামাক সেবন অনেকটাই কমেছে ভারতে, নেপথ্যের কারণ জানাল আন্তর্জাতিক সংস্থা

ধূমহীন তামাকের ব্যবহার বন্ধ করতে ভারতের প্রচেষ্টা অনুকরণীয়, এমনটাই জানালো ল্যান্সেট গ্লোবাল। সারা বিশ্ব জুড়ে চলা একটি বিশেষ সমীক্ষায় এমন তথ্যই উঠে এলো এবার।‌ ল্যান্সেট গ্লোবলের ওই সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, ধোঁয়াবিহীন তামাকজাত দ্রব্যের ব্যবহার বন্ধ করতে ভারত যে ধরনের উদ্যোগ নিয়েছে তার রীতিমত প্রশংসার যোগ্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশ্বস্বাস্থ্য সংস্থার তরফে এই ধরনের তামাক যত দ্রব্য ব্যবহার বন্ধ করতে একটি বিশেষ রূপরেখা করে দেয়া হয়েছিল। ফ্রেমওয়ার্ক কনভেনশনাল টোবাকো কন্ট্রোল ওই নীতি অনুযায়ী ধূমহীন তামাক জাতীয় দ্রব্য বিক্রির সময় ওগুলির উপর কর বসানো থেকে সচেতনতা প্রচার, প্যাকেজিং ও লেবেলিঙয়ের সময় সম্ভাব্য রোগের সম্পর্কে সতর্কতা জানানো জরুরি। এছাড়াও অপ্রাপ্তবয়স্ক এছাড়াও অপ্রাপ্তবয়স্ক ব্যক্তির মাধ্যমে এই ধরনের দ্রব্যের বিক্রি ক্রয় বিক্রয়ও নিষিদ্ধ করা ওই রীতিকানুনের বড় অংশ ছিল। এই সবকটি কাজই ভারত দায়িত্ব দিয়ে করেছে বলে জানায় ল্যান্সেট গ্লোবালের ওই সমীক্ষা। 

আরও পড়ুন: ভয়ানক ক্ষতি হচ্ছে ত্বকের, তামাকেই ‘পুড়ছে’ মুখের জেল্লা! রেহাই কোন পথে জানেন

আরও পড়ুন: প্রসবের পরেই শরীরে মিলল মাংসখেকো জীবাণুর হদিশ, মৃত্যুর সঙ্গে পাঞ্জা নতুন মায়ের

শুধু তামাকজাত দ্রব্যের উপর সচিত্র স্বাস্থ্য সতর্কীকরণ নয়, গণমাধ্যমেও প্রচারের অভিযান চালিয়েছে সরকারি নির্দিষ্ট দফতর। এইবারের সমীক্ষায় পাওয়া তথ্য অনুযায়ী ভারতে অনেকটাই কমেছে  তামাক সেবনকারীদের পরিসংখ্যান। এর পিছনে ভারতের সচেতনতা প্রচারের একটি বড় ভূমিকা আছে বলে মনে করছে ল্যান্সেট গ্লোবাল।‌ ২০১৬-১৭ সালের গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে অনুযায়ী, ভারতে তামাক ব্যবহারকারীদের সামগ্রিক প্রবণতা ছিল ২৮.৬ শতাংশ। এর মধ্যে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারী সংখ্যা ২১.৩৮ শতাংশ। অন্যদিকে ২০০৯-১০ সালের অ্যাডাল্ট টোবাকো সার্ভে অনুযায়ী তামাক ব্যবহারকারীদের সামগ্রিক প্রবণতা ছিল ৩৪.৬ শতাংশ‌। এর মধ্যে ধোঁয়াবিহীন তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল ২৫.৯ শতাংশ। 

বিজ্ঞাপনের উপর নিষেধাজ্ঞা থেকে প্যাকেজিংয়ের জন্য ব্যবহৃত প্লাস্টিক প্যাকেটে নিষিদ্ধকরণের বার্তা, নানাভাবে এই উদ্যোগ নিয়েছে ভারত সরকার। এছাড়া ভিড়বহুল স্থানে ধূমপান নিষিদ্ধ করা থেকে সচেতনতা প্রচারের নানা অভিযান বিভিন্ন সময় চালিয়েছে ভারত সরকার। ধোঁয়াবিহীন তামাকের ক্ষতিকর প্রভাব এড়াতে জনস্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন নীতিগুলি বাস্তবায়ন করেছে দেশ। তার জায়গায় ছয় বছরের মাথায় এমন সাফল্য মিলেছে বলে মনে করছে বিশ্ব জুড়ে চলা ওই সমীক্ষা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup