Bangladesh: সরকারি কর্মীদের ‘ফার্স্ট ক্লাস’ সফরে নিষেধাজ্ঞা জারি বাংলাদেশে, ভোটের আগে বড় পদক্ষেপ হাসিনা সরকারের

এবার বাংলাদেশে সরকারি কর্মচারিদের ফার্স্টক্লাস স্তরে সফরে নিষেধাজ্ঞা জারি হল। আপাতত পরবর্তী নোটিস না আসা পর্যন্ত এই নিষেধাজ্ঞা জারি হল। উল্লেখ্য, এর আগে, গত নভেম্বরে সমস্ত পাবলিক সেক্টরকর্মীদের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা জারি করেছিল বাংলাদেশ সরকার। এরপর সরকারি কর্মীদের নিয়ে এল এই বড় পদক্ষেপ।  

গোটা বিশ্বই কোভিড পরবর্তী সময়ে একাধিক সমস্যার মধ্যে দিয়ে গিয়েছে। এরপর বহু দেশের অর্থনীতি তাসের ঘরের মতো ভেঙে পড়তে দেখা গিয়েছে। তারই মধ্যে শ্রীলঙ্কার পরিস্থিতি হাতের বাইরে যায়। সেদেশের সরকার সাফ জানায় যে তারা দেউলিয়া হয়ে গিয়েছে। রাতারাতি সেদেশে জনবিক্ষোভ দেখা যায়। গদিচ্যূত হন সেদেশের রাষ্ট্রপতি থেকে প্রধানমন্ত্রী। এদিকে, হু হু করে বাড়তে থাকে জিনিসের দাম। অন্যদিকে, শ্রীলঙ্কার এই পরিস্থিতির কয়েক মাস পরই পাকিস্তানের অবস্থা বেহাল হতে থাকে। সেদেশে আর্থিক সংকট চূড়ান্ত পর্যায়ে যায়। আন্তর্জাতিক অর্থভাণ্ডারের সামনে হাত ফেলে দাঁড়ালেও, পাকিস্তানের কাছে কোনও স্বস্তির বার্তা আসেনা। এদিকে, পাকিস্তানের ফরেন এক্সচেঞ্জ ক্রমাগত লাল সংকেত দিতে থাকে। যদিও ভারতের আরও এক প্রতিবেশি দেশ নেপাল জানিয়েছে যে, তাদের দেশের পরিস্থিতি এমন নয়, যে তারা সমস্যায় পড়ে যাবে। তবে এই পারিপার্শ্বিক পরিস্থিতির মধ্যে বাংলাদেশের সরকারের পর পর নিষেধাজ্ঞা জারির ঘটনা বেশ প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে।

( বিমানবন্দরে বাড়তি ব্যাগের জন্য টাকা চাইতেই মহিলা ছড়ালেন ভুয়ো বোমাতঙ্ক, এরপর?)

একদিকে বাংলাদেশ ইতিমধ্যেই রোহিঙ্গা ইস্যুতে সমস্যায় রয়েছে, তার ওপর হাসিনা সরকারের এই নিষেধাজ্ঞা বেশ প্রাসঙ্গিক হয়ে উঠছে দেশের অর্থনীতির নিরিখে। এরই সঙ্গে মার্কিন ভিসা নীতি ও ডিজিটাল নিরাপত্তা আইন উদ্বেগে রেখেছে হাসিনা সরকারকে। মার্কিন ভিসা নীতি অনুযায়ী, বাংলাদেশের যেকোনও প্রতিষ্ঠান, ব্যক্তি বা সরকারের কোনও সংস্থা যদি গণতন্ত্র প্রতিষ্ঠায় বাধা হয়ে দাঁড়ায় সেদেশর গণতন্ত্র প্রতিষ্ঠায়, তাহলে তাঁকে বা তাদের ভিসা দেবে না আমেরিকা। এদিকে, ২০২৩ সালের শেষদিকে, বা ২০২৪ সালের প্রথমে বাংলাদশে রয়েছে সাধারণ নির্বাচতের তারিখ। যদিও মার্কিনি এমন নীতি শাসক আওয়ামি লিগের ওপর প্রভাব ফেলতে পারবে না বলেই জানিয়েছে শেখ হাসিনার পার্টি। তারই মাঝে সরকারি কর্মীদের ওপর নিষেধাজ্ঞা নজর কাড়ছে অনেকের।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup