Mahendra Singh Dhoni Undergoes Successful Knee Surgery In Mumbai, According To Report

মুম্বই: জল্পনার অবসান। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর সফল অস্ত্রোপচার হল। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যতম, চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। তিনিই ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। আপাতত সেরে ওঠার পথে পন্থ।

বিশ্বনাথন বলেছেন, ‘হ্যাঁ, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালেই অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। আমি বিস্তারিত জানি না। কী ধরনের অস্ত্রোপচার হয়েছে বা অন্যান্য বিশদ বিবরণ এখনও পাইনি।’

জানা গিয়েছে, কী হোল সার্জারি (মাইক্রোসার্জারি) করে ধোনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত একজন সংবাদসংস্থাকে বলেছেন, ‘ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর ধোনি রাঁচিতে ফিরে গিয়েছে। ওর রিহ্যাবিলিটেশন শুরু হওয়ার আগে বাড়িতে কয়েকদিন বিশ্রাম নেবে। পরের আইপিএলের আগে ও সেরে ওঠার যথেষ্ট সময় পাবে।’

ওয়ান ডে বিশ্বকাপ। টি-টোয়েন্টি বিশ্বকাপ। চ্যাম্পিয়ন্স ট্রফি। টেস্টে বিশ্বের এক নম্বর দলের শিরোপা। পাঁচ-পাঁচটি আইপিএল। চ্যাম্পিয়ন্স লিগ টি-টোয়েন্টি। কী নেই তাঁর সাফল্যের মুকুটে?

রবিবার রাতে পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি উঠেছে তাঁর হাতে। চাপের মুখে যাঁর ঠান্ডা মাথায় নেতৃত্ব দেওয়ার দক্ষতা গোটা বিশ্বের কুর্নিশ কুড়িয়ে নিয়েছে। তাঁর নামকরণই হয়ে গিয়েছে, ‘ক্যাপ্টেন কুল’।

সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি চাপের মুখে শান্ত, সংযত থাকার পাঠ নেন ভগবত গীতা (Bhagavad Gita) থেকে?

বৃহস্পতিবার সেই প্রশ্নটা জোরাল হয়ে আছড়ে পড়ল। কারণ, এদিন ধোনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যে ছবিতে ধোনির হাতে দেখা যাচ্ছে ভগবৎ গীতা।

সদ্যই গুজরাত টাইটান্সকে হারিয়ে নয়া ইতিহাস রচনা করেছে চেন্নাই সুপার কিংস। রেকর্ড পঞ্চম আইপিএল (IPL 2023) খেতাব জিতে নিয়েছে সিএসকে (CSK)। গোটা মরসুম জুড়েই দুর্দান্ত নেতৃত্বের পরিচয় দিয়েছেন মহেন্দ্র সিংহ ধোনি (Mahendra Singh Dhoni)। তিনি ব্যাট হাতে তেমন বড় ইনিংস খেলতে না পারলেও, উইকেটের পিছনে তাঁর ক্ষিপ্রতা দেখে বোঝা দায় যে তিনি ৪০ পেরিয়েছেন। কিন্তু মরসুম জুড়েই ধোনি হাঁটুর সমস্যায় ভুগেছেন।

ধোনির হাঁটুর সমস্যার জন্য তাঁর কিপিংয়ে কোনও সমস্যা না হলেও, ব্যাটিং করার সময় উইকেটের মাঝে যে তাঁর ছুটতে অসুবিধা হচ্ছিল, তা খুবই স্পষ্টভাবে বোঝা যাচ্ছিল। এমনকী সিএসকের ব্যাটিং কোচ মাইকেল হাসিও স্বীকার করে নেন যে ধোনি হাঁটুর সমস্যায় ভুগছেন এবং তার ফলে যাতে তাঁর হাঁটুতে বাড়তি চাপ না পড়ে, সেই কারণে ইনিংসের বেশি ওভার বাকি থাকলে ব্যাটেও নামছেন না ধোনি।

 আরও পড়ুন: ABP Exclusive: পরিচয়পত্রের বিভ্রাটে পিছিয়ে গেল ফেরা, ৪টি আঙুল বাদ যেন না যায়, প্রার্থনা পিয়ালির