Suvendu Adhikari: অভিষেকের মিছিলে উর্দি পরে হাঁটছেন পুলিশ সুপার, ভিডিয়ো টুইট করে দাবি শুভেন্দুর

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নব জোয়ার যাত্রায় উর্দি পরে তৃণমূল কর্মীদের সঙ্গে হাঁটছেন জেলার পুলিশ সুপার। বৃহস্পতিবার বিকেলে চাঞ্চল্যকর এই ভিডিয়ো টুইট করেছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সঙ্গে তিনি লিখেছেন, তৃণমূল কর্মীরা যদি বলেন, পুলিশ সুপার নিরাপত্তা দিতে মিছিলে ছিলেন, তাহলে আমি হেসে খুন হব।

বৃহস্পতিবার অভিষেকের মেগা রোড শোয়ে প্রচণ্ড রোদ মাথায় নিয়ে চণ্ডীপুরে উর্দি পরে হাঁটতে দেখা যায় পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপার আইপিএস অমরনাথকে। সেই ভিডিয়ো বিকেলে টুইট করেন শুভেন্দু। সঙ্গে তিনি লিখেছেন, ভিডিয়োটা না দিলে অনেকে হয়তো বিশ্বাস করতেন না। চণ্ডীপুরে তৃণমূলের রাজনৈতিক পদযাত্রায় দলের কর্মীদের সঙ্গে হাঁটছেন একজন IPS আধিকারিক মিস্টার অমরনাথ। চাঞ্চল্যকর, তাই না? আঞ্চলিক তৃণমূল দলের কর্মীরা দয়া করে বলবেন না উনি নিরাপত্তা দিতে মিছিলে ছিলেন, তাহলে কিন্তু হেসে খুন হব।

এর আগেও একাধিকবার পূর্ব মেদিনীপুরের পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন শুভেন্দু। পুলিশের পোশাক পরে তিনি তৃণমূলের ক্যাডারের মতো কাজ করছেন বলে অভিযোগ করেছেন তিনি। এবার একেবারে তাঁর তৃণমূলের মিছিলে হাটার ভিডিয়ো টুইট করলেন। যে ভিডিয়োয় তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব, রাজ্যের স্বরাষ্ট্রসচিব, রাজ্য পুলিশের ডিজি, জাতীয় নির্বাচন কমিশনকে ট্যাগ করেছেন।