French Open: Novak Djokovic’s Mysterious Chest Device Revealed As ‘Human Upgrade Device’

প্যারিস: ফরাসি ওপেনের প্রথম দুই রাউন্ডে স্ট্রেট সেটে জিতেছেন নোভাক জকোভিচ (Novak Djokovic)। রজার ফেডেরার অবসর নিয়েছেন। আরেক কিংবদন্তি তথা ক্লে কোর্টের সম্রাট রাফায়েল নাদাল চোটের জন্য সরে দাঁড়িয়েছেন। তাই রোলঁ গ্যারোজে ট্রফি জয়ের সেরা দাবিদার জোকারই।

ABP Ananda – Live TV

শুক্রবার ফিলিপ স্যাঁতিয়ে কোর্টে দাভিদোভিচ ফোকিনার বিরুদ্ধে নামছেন জকোভিচ। তবে সেই ম্যাচের ২৪ ঘণ্টা আগে সম্পূর্ণ অন্য একটা কারণে হইচই ফেলে দিয়েছেন জোকার। ফরাসি ওপেনে দেখা গিয়েছে, সার্বিয়ার তারকা বুকে এক অদ্ভূত যন্ত্র লাগিয়ে কোর্টে নামছেন। অনেকটা চিপের মতো দেখতে। টেপ দিয়ে বুকের ঠিক মাঝখানে লাগানো। ম্যাচ চলাকালীন সেই চিপ বদলাতেও দেখা গিয়েছে জকোভিচকে। আর তারপরই শুরু জোর জল্পনা।

কী কার্যকারিতা এই চিপের?

চলতি ফরাসি ওপেনে মার্টন ফুচসোভিকসের বিরুদ্ধে ম্যাচ চলাকালীন জকোভিচের বুকের ওই চিপ ধরা পড়েছে ক্যামেরায়। তারপর থেকেই চর্চার শেষ নেই। যা আরও গাঢ় হয়েছে কারণ, সেই ম্যাচ চলাকালীন এক বল গার্লকে দিয়ে একটি চিপ পাঠায় টিম জকোভিচ। যা দেখে ধারাভাষ্যকার জিম ক্যুরিয়র বলেন, জকোভিচ কি মার্ভেল সিরিজের আয়রন ম্যান হয়ে গেলেন!

জল্পনা আরও বাড়িয়ে দিয়েছে ইতালির এক সংস্থা। টাও টেকনোলজিস নামের ওই সংস্থা জানায় যে, এই চিপ ন্যানো প্রযুক্তির ধারক। মানুষের স্বাস্থ্য ও শারীরিক অবস্থা নিয়ে অসাধারণ বার্তা প্রেরণ করতে পারে। সার্বিয়ান তারকার সাফল্যের অন্যতম অস্ত্র এই চিপ।

ওই সংস্থা এমনও দাবি করে যে, জকোভিচের সাফল্যের অন্যতম বড় গোপন অস্ত্র এই চিপ।

ফরাসি ওপেনে দুর্দান্ত শুরু করেছেন নোভাক জকোভিচ। প্রথম রাউন্ডে আলেকজান্ডার কোভাসেভিচকে ৬-৩, ৬-২, ৭-৬ স্ট্রেট সেটে হারিয়ে দিয়েছেন। কিন্তু এরই মধ্য়ে নতুন বিতর্কের জন্মও দিয়েছেন সার্বিয়ান তারকা। ম্যাচে জয়ের পর ক্যামেরার লেন্সে জোকার লেখেন, ”কসোভো হল সার্বিয়ার হৃদয়। হিংসা বন্ধ হোক”। এর এই লেখা নিয়েই শুরু হয়েছে বিতর্ক। অনেকে এরমধ্যে রাজনীতির গন্ধও খুঁজছেন। কিন্তু কেন?

আসলে কসোভা একটা সময় সার্বিয়ার অংশই ছিল। কিন্তু ২০১৮ সালে সার্বিয়ার থেকে আলাদা হয়ে যায় কসোভা। যা রিপাবলিক অফ কসোভা নামে পরিচিতি পায়। রাষ্ট্রপুঞ্জের ১০১টি সদস্য দেশ কসোভোকে এখনও সার্বিয়ার অংশ বলেই মনে করে। সার্বিয়াও কসোভোর পৃথক অস্তিত্বকে মানতে নারাজ। রাষ্ট্রপুঞ্জের তত্ত্বাবধানে। রয়েছে এই দেশটি। সেই দেশের মানুষের লড়াই চলছে স্বাধীন, সার্বভৌম রাষ্ট্রের দাবিতে। এই পরিস্থিতিতে ২২ গ্র্যান্ডস্লামজয়ী টেনিস তারকার এমন বার্তা আলোড়ন ফেলে দিয়েছে। কসোভা টেনিস ফেডারেশনও এই বিষয়ে জকোভিচকে কাঠগড়ায় তুলেছেন। তবে জোকার নিজের স্বপক্ষে যুক্তি দিয়ে জানিয়েছেন, ”আমি রাজনীতিবিদ নই। রাজনৈতিক বিতর্ক তৈরি করার কোনও আগ্রহ নেই আমার। জানি বিষয়টা অত্যন্ত স্পর্শকাতর। আমি শুধু মনের কথা বলেছি। কারণ যা ঘটেছে, সেটা আমাকে দুঃখ দিয়েছে। কসোভো আমাদের দেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কসোভো আমাদের দুর্গ। কসোভো নিয়ে ক্যামেরার লেন্সে আমার লেখার পিছনে অনেক কারণ রয়েছে।”

ফরাসি সরকার থেকে বৃহস্পতিবারই জকোভিচকে জানিয়েছে যে, কোর্টে কোনও রাজনৈতিক বার্তা তিনি না দেন।

 আরও পড়ুন: ABP Exclusive: পরিচয়পত্রের বিভ্রাটে পিছিয়ে গেল ফেরা, ৪টি আঙুল বাদ যেন না যায়, প্রার্থনা পিয়ালির