Biswajit Basu: পর্ষদে পড়ে রয়েছে নিয়োগপত্র, অথচ চাকরি করছেন প্রার্থী, শুনে হাঁ বিচারপতি

নবম – দশম শিক্ষক নিয়োগ দুর্নীতিতে আদালতে মধ্যশিক্ষা পর্ষদের পেশ করা রিপোর্টে প্রকাশ্যে চলে এল বড়সড় দুর্নীতি। আদালতে মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে, ২০২০ সালে নবম – দশমে নিয়োগ পাওয়া ৬৭ জন এখনো পর্ষদ থেকে অ্যাপয়েন্টমেন্ট লেটারই সংগ্রহ করেননি। একথা শুনে বিস্ময় প্রকাশ করেন বিচারপতি বিশ্বজিৎ বসু। সিবিআইকে তিনি বলেন, এব্যাপারে আদালতে অবস্থান জানাতে হবে সিবিআইকে।

শুক্রবার কলকাতা হাইকোর্টে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে ছিল নবম – দশম নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার শুনানি। সেই মামলায় এদিন আদালতে রিপোর্ট পেশ করে মধ্যশিক্ষা পর্ষদ। তাতে তারা জানায় ১৭৫ জনের সুপারিশপত্র পাঠিয়েছিল SSC. যদিও SSC দাবি করছে তাদের পাঠানো সুপারিশপত্রের সংখ্যা ১৮৬। কিন্তু সেই সংখ্যাটি ঠিক নয়। ১৭৫ জনের মধ্যে ৫২টি সুপারিশপত্রের কোনও হদিশ পাচ্ছে না পর্ষদ। এছাড়া ৬৭টি নিয়োগপত্র এখনো পর্ষদের অফিসে পড়ে রয়েছে। এই নিয়োগপত্রগুলি এখনো সংগ্রহ করেননি চাকরিপ্রাপকরা।

এর পরই বিচারপতি বসু প্রশ্ন করেন, নিয়োগপত্র ছাড়া কী করে চাকরিতে যোগদান করলেন ওই প্রার্থীরা। এই প্রশ্নের যদিও কোনও জবাব ছিল না পর্ষদের কাছে। এর পরই এব্যাপারে সিবিআইকে তাদের অবস্থান জানানোর নির্দেশ দেন বিচারপতি।