Coromandel express accident: বালেশ্বরে দুর্ঘটনার জের, বাতিল একাধিক দূরপাল্লার ট্রেন

ভয়াবহ দুর্ঘটনা বালেশ্বরে। বাহানগা বাজার স্টেশনের কাছেই লাইনচ্যুত করমণ্ডল এক্সপ্রেস। এদিকে এই ভয়াবহ দুর্ঘটনার জেরে ওই রুটে একাধিক দূরপাল্লার ট্রেনকে বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হল। সেই সঙ্গেই একাধিক ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে। যে ট্রেনগুলি বাতিল করা হল-

12837 হাওড়া-পুরী সুপারফাস্ট এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

12863 HWH-SMVB SUF Express বাতিল করা হয়েছে

12839 HWH-MAS Mail বাতিল করা হয়েছে।

12895 SHM-Puri S/F বাতিল করা হয়েছে

20831 SHM-SBP Express বাতিল করা হয়েছে

02837 SRC-Puri Express বাতিল করা হয়েছে।

এছাড়াও SDAH-Puri দুরন্ত এক্সপ্রেসও বাতিল করা হয়েছে। অন্যদিকে TATA-JRLI বিকল্প রুটে একাধিক ট্রেনকে ঘুরিয়ে দেওয়া হচ্ছে।

তবে অসমর্থিত সূত্রে খবর, মৃত্যুর সংখ্যা ৫০ হতে পারে।

রেল সূত্রে খবর, যুদ্ধকালীন পরিস্থিতিতে উদ্ধারকাজ চলছে। এলাকায় উদ্ধারকারী টিম গিয়েছে। এদিকে ওই দুর্ঘটনাগ্রস্ত ট্রেন থেকে বেঁচে ফিরেছেন একাধিক রেলযাত্রী। তাঁদের চোখেমুখে একদিকে বেঁচে ফেরার আনন্দ। আর অন্যদিকে তীব্র আতঙ্ক। তাঁদের অনেকেই জানিয়েছেন, দুর্ঘটনা হওয়ার এক মিনিট আগেও বুঝতে পারলাম না এত বড় দুর্ঘটনা। ইঞ্জিন থেকে প্রথমের ৬টা বগি একেবারে দুমড়ে মুচড়ে গিয়েছে। চাদর দিয়ে মুড়িয়ে দেহগুলিকে নিয়ে আসা হচ্ছে। স্থানীয় লোকেরা যেভাবে সহায়তা করেছে তাতে আমরা কৃতজ্ঞ।