Born in Jail Girl goes to Harvard: জন্ম জেলে, এই অষ্টাদশী এবার পা রাখছেন হার্ভার্ডে! কাড়লেন নজর

জন্ম হয়েছে জেলের ভিতর। আর এবার উচ্চশিক্ষায় গন্তব্য হার্ভার্ড বিশ্ববিদ্যালয়। ১৮ বছর বয়সী অরোরা কাসনার কেড়েছেন শিরোনাম। হাইস্কুলের পরীক্ষায় তিনি শীর্ষস্থান পেয়েছিলেন। আর এবার হার্ভার্ডে পা রাখতে চলেছেন অরোরা। নিউ ইয়র্ক পোস্টে এমনই খবর উঠে এসেছে।

আমেরিকার মন্টগোমেরি কাউন্টির বাসিন্দা অরোরা। তাঁর জন্ম গ্যালভেস্টন কাউন্টি জেল-এ। যখন অরোরার জন্ম হয়, তার আগে তাঁর মা জেলের সাজা পান। গর্ভাবস্থাতেই জেলে যান অরোরার মা। এরপর সেই জেলেই অরোরার জন্ম। এরপর কনরি হাইস্কুল থেকে তাঁর সাফল্য নিয়ে পাশ করা পর্যন্ত লড়াই ছিল ব্যাপক। তবে সেই লড়াইয়ের কাছে মাথা নত করেননি অরোরা। নিজের উচ্চশিক্ষার আবেদন পত্রে অরোরা প্রথমেই জানিয়েছিলেন যে ‘আমি জেলে জন্মেছি।’ সেই আবেদনে তিনি মোনা হাম্বে নামে এক মহিলাকে তাঁর সাফল্যের কৃতিত্ব জানিয়েছেন। যে মহিলা তাঁর সঙ্গে ১০ বছর ধরে ছিলেন। 

এদিকে, অরোরার ‘আইডল’ মোনা হাম্বে ‘হউস্টন ক্রনিকল’কে জানিয়েছেন যে, ‘আমাকে তাঁর সম্পর্কে একটি পেপার দেওয়া হয়। সেখানে লেখাছিল সে (অরোরা) রোজা পার্কসের ভক্ত। তাঁর ডেয়ারি কুইনের ট্যাকোস পছন্দ।’ এমন নানান তথ্য পান মোনা। এদিকে, অরোরা বলছেন, ‘মোনা আমাকে যা শিখিয়েছেন তা সারা জীবনের জন্য মূল্যবান।’ উল্লেখ্য, জেলের ভিতর জন্ম হওয়া অরোরার জীবনের অনেকটা জুড়ে রয়েছে মোনা। অরোরার প্রথম হেয়ার কাট করাতে নিয়ে গিয়েছিলেন মোনা। অরোরার প্রথম চশমা হয়েছে মোনার জন্য। এমনকি হার্ভার্ডের ক্যাম্পাসেও প্রথম অরোরাকে নিয়ে যান মোনা। জানা যাচ্ছে, অরোরার হার্ভার্ড পর্যন্ত সফর খুব একটা সম্ভবপর হত না যদি না বস্টন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক জেমস ওয়ালেস তাঁকে হার্ভার্ডে আবেদনের পরামর্শ না দিতেন। সব মিলিয়ে আপাতত হার্ভার্ডে পা রেখে অরোরা বলছেন, ‘আমি উচ্ছ্বাসেরও উর্ধ্বে।’ তিনি বলছেন, অধ্যাপক জেমস ওয়ালেস ‘সমস্ত রকমভাবে আমাকে সাহায্য করেছেন।’

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup