Coromandel Express Accident: করমণ্ডল দুর্ঘটনায় বাংলার মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য দেবে TMC

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় বাংলার মৃত যাত্রীদের পরিবারের পাশে তৃণমূল। মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে দেওয়া হয় হবে জানিয়েছিন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে। আহতও অনেক। মৃতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে তিনি দিনেরমতো নবজোয়ার কর্মসূচি স্থগিত করে দেন। পরে শ্যামপুরের গিয়ে মৃতদের পরিবারকে অর্থ সাহায্যের কথা ঘোষণা করেন।

এর আগে একটি সাংবাদিক বৈঠকে এই রেল দুর্ঘটনার জন্য মোদী সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি রেলমন্ত্রীর পদ ত্যাগও দাবি করেন। কেন ট্রেনে অ্যান্টি কলিশন ডিভাইস লাগানো ছিল না তা নিয়েও প্রশ্ন তোলেন অভিষেক।

এর আগে রেল দুর্ঘটনায় বাংলার মৃতদের পরিবারকে ৫ লক্ষ টাকা আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। এছাড়া গুরুতর আহতদের ১ লক্ষ টাকা এবং তুলনামূলক ভাবে কম আহতদের ৫০ হাজার টাকা দেওয়ার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আহতদের কলকাতা নিয়ে গিয়ে চিকিৎসা করানোর কথাও বলেন তিনি।

এর আগে রেলের তরফে, যাঁরা দুর্ঘটনায় মারা গিয়েছেন তাঁদের পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ, আহতদের ২ লক্ষ টাকা ও সামান্য জখমদের ৫০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করছেন রেলমন্ত্রী।