MS Dhoni’s Crazy Fan From Chhattisgarh Prints His Picture On Wedding Card; Sends Invitation To CSK Captain

রায়পুর: আইপিএল (IPL 2023) জেতার পর চেন্নাই সুপার কিংসের ওপেনার ডেভন কনওয়ে বলেছেন, মহেন্দ্র সিংহ ধোনিকে (Captain Cool) নিয়ে গোটা ভারতে কী হয়, প্রত্যেক শহরে না গিয়ে দেখলে কেউ বিশ্বাস করবেন না। কিউয়ি তারকা জানিয়েছেন, ভারতীয় ক্রিকেটপ্রেমীরা ধোনিকে ঈশ্বরজ্ঞানে পুজো করেন।

ABP Ananda – Live TV

কনওয়ে যে ভুল বলেননি, তা প্রমাণ হয়ে গেল এক ভক্তের কাণ্ডে। ছত্তীসগঢ়ের এক ধোনি-ভক্ত বিয়ের কার্ডে প্রিয় নায়কের মুখ ছাপালেন। তারপর নিমন্ত্রণপত্র পাঠিয়ে দিলেন ধোনির বাড়িতেই!

অধিনায়ক হিসাবে পঞ্চম আইপিএল জেতার পর কার্যত ধোনি বন্দনা চলছে দেশ জুড়ে। তাতে সামিল আপামর ক্রিকেটপ্রেমীরা। ছত্তীসগঢ়ের মিলুপাড়ার কোন্দকেল গ্রামের দীপক পটেল বরাবরের ধোনি ভক্ত। তিনি নিজের বিয়ের কার্ডে ধোনির ছবি ছাপিয়েছেন। ভক্ত বিয়ে করছে, আর নায়ক নিমন্ত্রিত নন, তা আবার হয় নাকি! দীপক তাই ধোনির বাড়িতেও নিমন্ত্রণপত্র পাঠিয়েছেন।

 

মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর সফল অস্ত্রোপচার হল। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যতম, চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। তিনিই ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। আপাতত সেরে ওঠার পথে পন্থ।

বিশ্বনাথন বলেছেন, ‘হ্যাঁ, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালেই অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। আমি বিস্তারিত জানি না। কী ধরনের অস্ত্রোপচার হয়েছে বা অন্যান্য বিশদ বিবরণ এখনও পাইনি।’

জানা গিয়েছে, কী হোল সার্জারি (মাইক্রোসার্জারি) করে ধোনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

চেন্নাই সুপার কিংসের সঙ্গে যুক্ত একজন সংবাদসংস্থাকে বলেছেন, ‘ওকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে আর ধোনি রাঁচিতে ফিরে গিয়েছে। ওর রিহ্যাবিলিটেশন শুরু হওয়ার আগে বাড়িতে কয়েকদিন বিশ্রাম নেবে। পরের আইপিএলের আগে ও সেরে ওঠার যথেষ্ট সময় পাবে।’

রবিবার রাতে পঞ্চমবারের জন্য আইপিএল ট্রফি উঠেছে তাঁর হাতে। চাপের মুখে যাঁর ঠান্ডা মাথায় নেতৃত্ব দেওয়ার দক্ষতা গোটা বিশ্বের কুর্নিশ কুড়িয়ে নিয়েছে। তাঁর নামকরণই হয়ে গিয়েছে, ‘ক্যাপ্টেন কুল’।

সেই মহেন্দ্র সিংহ ধোনি (MS Dhoni) কি চাপের মুখে শান্ত, সংযত থাকার পাঠ নেন ভগবত গীতা (Bhagavad Gita) থেকে?

বৃহস্পতিবার সেই প্রশ্নটা জোরাল হয়ে আছড়ে পড়ল। কারণ, এদিন ধোনির একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ঝড় তুলেছে। যে ছবিতে ধোনির হাতে দেখা যাচ্ছে ভগবৎ গীতা।

 আরও পড়ুন: ABP Exclusive: পরিচয়পত্রের বিভ্রাটে পিছিয়ে গেল ফেরা, ৪টি আঙুল বাদ যেন না যায়, প্রার্থনা পিয়ালির