NASA UFO panel: ভিনগ্রহ থেকে কি প্রাণীরা সত্যিই এই গ্রহে আসতে পারে? নাসা দিল ব্যাখ্যা

ইউএফও বা মহাকাশে উড়ন্ত অজ্ঞাত বস্তু নিয়ে গত শতাব্দী থেকেই চলছে বিজ্ঞানীদের অবিরাম গবেষণা। এই দীর্ঘ সময়ে ইউএফও নিয়ে প্রায় ৮০০টি মতো তথ্য সংগ্রহ করেছে আমেরিকা। তবে শেষ পর্যন্ত এগুলির সবকটিই ইউএফও ছিল না। বিস্তর পরীক্ষা-নিরীক্ষার পরে দেখা গিয়েছে বেশিরভাগই কোন না কোন প্রাকৃতিক ঘটনার সঙ্গে জড়িত বস্তু অথবা কোন পরিচিত মহাকাশযান। তবে এরপরেও বেশ কয়েকটি দৃশ্যমান বস্তু নিয়ে রয়েছে সন্দেহের অবকাশ। কারণ সেগুলি আদতে কী, তার উত্তর মেলেনি এখনও। নাসার গবেষকদের কথায়, ৮০০টির মধ্যে কয়েকটির আসল পরিচয় এখনও বিজ্ঞানীদের কাছে অজ্ঞাত‌। গত বছর নাসা অজ্ঞাত বস্তুগুলি নিয়ে পরীক্ষানিরীক্ষার জন্য প্যানেল গঠন করে।  অজানা বিস্ময়কর ঘটনার (ইউএপি) ব্যাখ্যা খোঁজাই ছিল ওই প্যানেলের কাজ। সম্প্রতি সেই প্যানেলেরই প্রকাশ্য সভা অনুষ্ঠিত হল। 

আরও পড়ুন: বজবজের রক্তারক্তি ইতিহাস মনে রেখে কানাডায় রাস্তার নাম, কেন এই উদ্যোগ

আরও পড়ুন: একটি শব্দের মানে জানতেন বলেই বাজিমাত! বানানের লড়াইয়ে সেরা ভারতীয় বংশোদ্ভুত দেব

ওই জনসভায় ইউএফও নিয়ে বিস্তারিত তথ্য জানানো হল। আমেরিকা প্রতিরক্ষা দপ্তরের অল ডোমেইন অ্যানোমালি রেজিলিউশন অফিসের ডাইরেক্টর সিন কির্কপ্যাট্রিক সংবাদ মাধ্যমকে বলেন,‘প্রতি মাসে আমাদের কাছে ইউএফও নিয়ে ৫০ থেকে ১০০ টির মতো নতুন রিপোর্ট জমা পড়ে। কিন্তু এর মধ্যে সত্যিকারের অজ্ঞাত বস্তুর সংখ্যা খুবই কম। সব মিলিয়ে মাত্র দুই থেকে পাঁচ শতাংশ অজ্ঞাত বস্তুর হদিস মেলে। ‌এই দিন নৌবাহিনী তোলা একটি ভিডিয়ো দেখানো হয়। তাতে দেখা যায়, আকাশের একদিকে পরপর কয়েকটি আলোর বিন্দু। ওই বিন্দুগুলি কীসের, তা জানা যায়নি‌। বিমানের পরিভাষায়, ওটািকে ‘ইন্টারসেপ্ট’ করার চেষ্টা করেও ব্যর্থ হয় বাহিনী। 

২০২১ সালে পেন্টাগনের একটি রিপোর্টে বলা হয়েছে, ২০০৪ সাল থেকে সব মিলিয়ে মোট ১৪৪টি ইউএফওর দেখা মিলেছিল। কিন্তু এর মধ্যে একটি বাদে বাকি কোনওটিরই কোনও ব্যাখ্যা খুঁজে পাননি বিজ্ঞানীরা। তবে পেন্টাগনের প্রতিরক্ষার প্রতিবেদনের থেকে অনেকটাই আলাদা নাসার রিপোর্ট। সেখানে প্রকাশিত তথ্যের ভিত্তিতেই ইউএফও নিয়ে যাবতীয় জল্পনার অবসান ঘটল। বিজ্ঞানীদের কথায়, মহাজাগতিক ঘটনাগুর বেশিরভাগেরই নির্দিষ্ট ব্যাখ্যা রয়েছে। চার ঘন্টার ওই সভায় সে তথ্যই বিস্তারিত জানান নাসার গবেষকেরা।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup