Coromandel Express Accident: ঘটনাস্থলে গিয়ে মৃতদের পরিবারকে ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা মমতার

ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার ঘটনাস্থল সরেজমিনে পরিদর্শন করে একথা জানান তিনি। সঙ্গে মমতা দাবি করেন, এই দুর্ঘটনায় রেলের সমন্বয়ের অভাব রয়েছে।

শনিবার দুপুরে হাওড়ার ডুমুরজলা স্টেডিয়াম থেকে হেলিকপ্টারে করে ওড়িশার বালেশ্বরে পৌঁছন মমতা। সেখানে ঘটনাস্থল খতিয়ে দেখেন তিনি। এর পর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মমতা বলেন, ‘রাজ্য সরকার হতাহতদের পাশে আছে। আমরা অ্যাম্বুলান্স ও মেডিক্যাল টিম পাঠিয়েছি। বাংলার বহু মানুষ এই ট্রেনে ছিলেন। আমাদের রাজ্যের বড় ক্ষতি।’ এর পরই নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করেন তিনি।

শুক্রবার সন্ধ্যায় ওড়িশার বালেশ্বরের কাছে দুর্ঘটনাগ্রস্ত হয় শালিমার থেকে চেন্নাইগামী করমণ্ডল এক্সপ্রেস। ঘটনায় এখনো পর্যন্ত ২৮০টির বেশি দেহ উদ্ধার হয়েছে। যাদের অধিকাংশই পশ্চিমবঙ্গের বাসিন্দা বলে অনুমান। ভিন রাজ্যে কাজে ও চিকিৎসা করাতে এই ট্রেনে করে যান বহু মানুষ। এই দুর্ঘটনা নিয়ে শনিবার সকালে বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এর পর ঘটনাস্থল পরিদর্শনে আসার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শুক্রবার রাতে ঘটনার পরই এই ঘটনায় নিহতদের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছে কেন্দ্রীয় সরকার.