PM Modi on Coromandel Express Accident: ‘দোষীদের কঠোর শাস্তি হবে’, করমণ্ডল বিভীষিকায় হুঁশিয়ারি মোদী, ‘ক্ষমা করা হবে না’

ওড়িশায় ভয়াবহ রেল দুর্ঘটনায় প্রশ্নের মুখে পড়ে গিয়েছে তাঁর সরকার। তারইমধ্যে শনিবার বালাসোরে বাহানগা বাজার রেল স্টেশনের কাছে দুর্ঘটনাস্থল পরিদর্শন এবং হাসপাতালে গিয়ে আহতদের সঙ্গে কথা বলার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আশ্বাস দিলেন যে দোষীদের কোনওরকম রেয়াত করা হবে না। উচ্চপর্যায়ের তদন্তে তাঁদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ করা হবে বলে আশ্বাস দিয়েছেন মোদী। সেইসঙ্গে তিনি দাবি করেছেন, করমণ্ডল এক্সপ্রেসের সেই ভয়াবহ দুর্ঘটনায় আহত এবং মৃতদের পরিবারের পাশে থাকবে সরকার। তাঁদের সবরকম সাহায্য করা হবে।

শনিবার বালাসোরের হাসপাতালে আহতদের সঙ্গে কথাবার্তার পর মোদী বলেন, ‘অনেক রাজ্যের নাগরিক এই দুর্ঘটনায় কিছু না কিছু খুইয়েছেন। মৃত্যুর ঘটনায় মন বিচলিত হয়ে উঠেছে। যাঁরা আহত হয়েছেন, তাঁরা যাতে দ্রুত সেরে ওঠেন, সেজন্য কোনও কসুর ছাড়বে না সরকার। যাঁরা মারা গিয়েছেন, তাঁদের মতো আমরা ফিরিয়ে আনতে পারব না। তবে এই শোকের মুহূর্তে মৃতদের পরিজনের পাশে আছে সরকার।’

সার্বিকভাবে ওড়িশার সেই ভয়াবহ দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের মৃত্যু হয়েছে। ভারতীয় রেলের তরফে সরকারিভাবে জানানো হয়েছে, শনিবার দুপুর দুটো পর্যন্ত মোট ২৮৮ জনের মৃত্যু হয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন ৫৬ জন। সামান্য চোট-আঘাত পেয়েছেন ৭৪৭ জন যাত্রী। সংশ্লিষ্ট মহলের ধারণা, মৃতের সংখ্যাটা আরও বাড়তে পারে। সেই পরিস্থিতিতে আজ বিকেলের দিকে বালাসোরের মৃত্যুভূমিতে পৌঁছান প্রধানমন্ত্রী। সেখানে পুরো পরিস্থিতি খতিয়ে দেখেন। আমলাদের বিভিন্ন নির্দেশ দেন। তারপর বালাসোর হাসপাতালে চলে যান।

আরও পড়ুন: LHB Rakes in Coromandel Accident: উন্নত LHB কোচ, তাও কেন ওড়িশায় খেলনার মতো উলটে-পালটে গেল ট্রেন? জানালেন রেলকর্তা

নিজের চোখে সেই বিভীষিকা দেখার পর মোদী বলেন, ‘অত্যন্ত গুরুত্ব সহকারে এই ঘটনার দিকে নজর রেখেছে সরকার। যাবতীয় তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের কড়া শাস্তি দেওয়া হবে। দোষী রেহাই পাবে না।’ সেইসঙ্গে ওড়িশা সরকার, স্থানীয় বাসিন্দাদের প্রশংসা করেন মোদী। বিশেষত উদ্ধারকাজে সাহায্য করা, রক্তদান করার জন্য আমজনতার প্রশংসা করেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন: Kavach and Coromandel Express Accident অভিশপ্ত রুটে ছিল না ‘কবজ’ প্রযুক্তি, কীভাবে ঠেকাতে পারত করমণ্ডলের দুর্ঘটনা?

ঠিক কী হয়েছিল?

ভারতীয় রেলের প্রাথমিক রিপোর্টে বলা হয়েছে, ‘খুঁটিয়ে বিশ্লেষণের পরে (আমরা) এই সিদ্ধান্তে উপনীত হয়েছি যে ১২৮৪১ (করমণ্ডল এক্সপ্রেসকে) মেন লাইনের সিগন্যাল দেওয়া হয়েছিল এবং তুলে নেওয়া হয়েছিল। কিন্তু ট্রেনটি লুপ লাইনে ঢুকে পড়েছিল এবং লুপ লাইনে থাকা মালগাড়িকে ধাক্কা মেরে দেয়। তারপর লাইনচ্যুত হয়ে যায়। তারইমধ্যে ডাউন মেন লাইন দিয়ে ১২৮৬৪ যাচ্ছিল এবং সেই ট্রেনের দুটি কোচ লাইনচ্যুত হয়ে যায়। উলটে যায় কোচগুলি।’

(এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup)