IPL 2023: BCCI Will Plant 147000 Saplings Counted By Total Dot Balls Bowled In IPL Play Off Matches

মুম্বই: ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) থেকে আগেই ঘোষণা করা হয়েছিল যে, আইপিএলের (IPL 2023) প্লে অফে প্রত্যেক ডট বলের জন্য ৫০০টি করে চারাগাছ রোপণ করা হবে। বোর্ডের যে উদ্যোগকে সাধুবাদ জানিয়েছিল সব মহল।

ABP Ananda – Live TV

আইপিএল শেষ। পঞ্চমবারের জন্য ট্রফি জিতেছে মহেন্দ্র সিংহ ধোনির চেন্নাই সুপার কিংস। এবার নিজেদের প্রতিশ্রুতি পালনের পথে বিসিসিআই।

প্লে অফে প্রত্যেক ডট বল (যে বলে কোনও রান খরচ করেননি বোলার)-এর জন্য ৫০০টি করে, এই হিসেবে মোট ১ লক্ষ ৪৭ হাজার বৃক্ষরোপণ করবে ভারতীয় ক্রিকেট বোর্ড। এই উদ্যোগে তারা পাশে পাচ্ছে আইপিএলের টাইটেল স্পনসর টাটাকে।

আইপিএল মানেই টি-টোয়েন্টি ফর্ম্যাট। অর্থাৎ, দুই দল ২০ ওভার করে ব্যাট করে। সম্পূর্ণ ম্যাচ হলে একটি ম্যাচে ২৪০টি বল হওয়ার কথা। ভারতীয় বোর্ড থেকে জানিয়েছে, গুজরাত টাইটান্স বনাম চেন্নাই সুপার কিংসের মধ্যে প্রথম কোয়ালিফায়ারে মোট ৮৪টি ডট বল হয়েছিল। অর্থাৎ, ৪২ হাজার গাছ বসানোর কথা সেই ম্য়াচের জন্যই। লখনউ সুপার জায়ান্টস বনাম মুম্বই ইন্ডিয়ান্সের এলিমিনেটর ম্যাচে ৯৬টি ডট বল হয়েছিল। সেই ম্যাচের পরিপ্রেক্ষিতে ৪৮ হাজার গাছ বসাবে ভারতীয় ক্রিকেট বোর্ড। গুজরাত টাইটান্স বনাম মুম্বি ইন্ডিয়ান্সের দ্বিতীয় কোয়ালিফায়ারে ৬৮টি ডট বল হয়েছিল। সেই ম্য়াচের জন্য ৩৪ হাজার গাছ বসানো হবে। সব শেষে চেন্নাই সুপার কিংস বনাম গুজরাত টাইটান্সের ফাইনালে ৪৬টি ডট বল হয়েছিল। ২৩ হাজার গাছ বসানো হবে সেই ম্যাচের জন্য।

সব মিলিয়ে সংখ্যাটা নেহাত কম নয়। বরং চমকে ওঠার মতো। ১ লক্ষ ৪৭ হাজার গাছ বসানো হবে।

ধোনির অস্ত্রোপচার

জল্পনার অবসান। মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর সফল অস্ত্রোপচার হল। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যতম, চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। তিনিই ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। আপাতত সেরে ওঠার পথে পন্থ।

বিশ্বনাথন বলেছেন, ‘হ্যাঁ, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালেই অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। আমি বিস্তারিত জানি না। কী ধরনের অস্ত্রোপচার হয়েছে বা অন্যান্য বিশদ বিবরণ এখনও পাইনি।’

জানা গিয়েছে, কী হোল সার্জারি (মাইক্রোসার্জারি) করে ধোনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানা গিয়েছে।

আরও পড়ুন: কীভাবে কিনবেন টিম ইন্ডিয়ার নতুন জার্সি? দামই বা কত?