WTC Final: Australia Coach Daniel Vettori Claims India May Drop Star Bowler For WTC Final

ওভাল: বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final) দরজায় কড়া নাড়ছে। চূড়ান্ত প্রস্তুতিতে মগ্ন ভারত ও অস্ট্রেলিয়া, দুই দলই। সেই সঙ্গে জোর আলোচনা চলছে, দুই দলের প্রথম একাদশ কেমন হবে তা নিয়ে। বিশেষ করে ভারতীয় দলের বেশ কয়েকটি নির্বাচনী জটিলটা নিয়ে চলছে চর্চা। কে এস ভরত নাকি ঈশান কিষাণ? আর অশ্বিন নাকি রবীন্দ্র জাডেজা?

ABP Ananda – Live TV

অস্ট্রেলিয়ার অন্যতম কোচ তথা নিউজিল্যান্ডের কিংবদন্তি স্পিনার ড্যানিয়েল ভেত্তোরি বলেছেন, ‘আমরা ভারতের বোলিং নিয়ে আলোচনা করছি। আমি মনে করি, জাডেজাই খেলবে। কারণ ও ব্যাটিংটা অনেক ভাল করে। ছয়ে নেমে সফল হয়েছে। দুর্দান্ত ছন্দে রয়েছে। ফলে জাডেজাই এগিয়ে থাকবে।’ তিনি যোগ করেছেন, ‘তা হলে প্রশ্ন হল, চতুর্থ পেসার এবং অলরাউন্ডার (শার্দুল) ঠাকুর এবং অশ্বিনকে ঘিরে। ওরা (দু’জনেই) দলে থাকার দাবিদার।’

আর অশ্বিন এবং রবীন্দ্র জাডেজা দুজনই ভারতে অনুষ্ঠিত বর্ডার-গাওস্কর ট্রফিতে দুর্দান্ত পারফরম্যান্স করেছিলেন। তাঁরা যথাক্রমে ২৫ এবং ২২টি করে উইকেট নিয়েছিলেন। কিন্তু অস্ট্রেলিয়ান থিঙ্ক ট্যাঙ্ক মনে করে যে, ভারতের টিম কম্বিনেশনের কারণে একাদশে নাও থাকতে পারেন অশ্বিন।

বৃহস্পতিবার বেকেনহ্যামের কেন্ট কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে অস্ট্রেলিয়ার অনুশীলনের আগে স্থানীয় সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলার সময় ভেত্তোরি বলেছেন যে, অজি টিম ম্যানেজমেন্ট ভারতের সম্ভাব্য বোলিং আক্রমণ সম্পর্কে অনেক আলোচনা করেছে। তবে অস্ট্রেলিয়া একজন স্পিনারকেই খেলাবে বলে জানিয়েছেন ভেত্তোরি।

অশ্বিন ইংল্যান্ডে সাতটি টেস্টে ২৮.১১ গড়ে মোট ১৮টি উইকেট নিয়েছেন। কিন্তু ওভালে মাত্র একটি টেস্ট খেলেছেন অশ্বিন। ভেত্তোরি বলেছেন, ‘অশ্বিন একজন অবিশ্বাস্য বোলার এবং ও বেশির ভাগ দলে প্রথম পছন্দই হবে। এবং শুধু মাত্র দলের কম্বিনেশনের জন্য ওকে বাদ দেওয়া হতে পারে।’

বরাবরই ভারতীয় দলের স্পিনবিভাগ শক্তিশালী। কিন্তু বিদেশের মাঠে, বিশেষত দক্ষিণ আফ্রিকা, ইংল্যান্ড, নিউজিল্যান্ড ও অস্ট্রেলিয়ায় পিচে স্পিনারদের তেমন সাহায্য থাকে না। তাই প্রশ্নটা বারংবার উঠে আসে যে, টিম ইন্ডিয়ার পরিস্থিতির কথা বিবেচনা করেই একাদশ তৈরি করা উচিত নাকি, পরিবেশ, পিচ ভুলে সেরা একাদশ নিয়ে মাঠে নামা উচিত? কয়জন স্পিনার নিয়ে মাঠে নামা উচিত? এই বিষয়ে স্পষ্টভাবেই কিংবদন্তি ভারতীয় স্পিনার হরভজন সিংহ (Harbhajan Singh) জানিয়েছেন, সিদ্ধান্তটা পরিবেশ বুঝেই নেওয়া উচিত।

তিনি বলেন, ‘গোটাটাই পিচের চরিত্রের উপর নির্ভরশীল। যদি পিচে ঘাস কম থাকে এবং আকাশে রোদ থাকে, তাহলে দুই স্পিনার নিয়েই মাঠে নামা উচিত। যদি এমন পরিস্থিতি না হয়, তাহলে তিন ফাস্ট বোলারের পাশাপাশি রবীন্দ্র জাডেজাকে একমাত্র স্পিনার হিসাবে একাদশে সুযোগ দেওয়া উচিত। পাশাপাশি শার্দুল ঠাকুরকেও দলে রাখার প্রয়োজন, কারণ ওরা শুধু বল করে না, ব্যাটটাও বেশ ভাল করতে পারে।’

আরও পড়ুন: কীভাবে কিনবেন টিম ইন্ডিয়ার নতুন জার্সি? দামই বা কত?