Bengal’s Effort in Balasore Accident: বালাসোর গেলেন বাংলার ৩৪ ডাক্তার, ৪ IPS, করমণ্ডল দুর্ঘটনা নিয়ে বৈঠকে মুখ্যসচিব

বাংলার বহু মানুষের মৃত্যু হয়েছে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনায়। এই আবহে বাংলার সরকার গতকালই নবান্নে কন্ট্রোল রুম খুলেছে। আজকে একটি বিবৃতি জারি করে সরকারের তরফে আরও সব পদক্ষেপের বিষয়ে জানানো হয়েছে। রাজ্য সরকার জানিয়েছে যে মুখ্যসচিব গতকালই একটি গুরুত্বপূর্ণ বৈঠকে বসেন পরিস্থিতি খতিয়ে দেখতে এবং সমন্বয় তৈরির জন্য। এদিকে বাংলা থেকে ৩৪ জন চিকিৎসক এবং ৪ জন আইপিএস অফিসারকে পাঠানো হয় ওড়িশার বালাসোরে। এদিকে রাজ্যের পাঠানো বিশেষ দলে ৪ জন ডেপুটি ম্যাজিস্ট্রেট এবং একজন এসডিপিও আছেন।আজ দুপুর ১২টা পর্যন্ত দুর্ঘটনাস্থলে ৭০টি অ্যাম্বুলেন্স পাঠায় রাজ্য সরকার। 

এদিকে নবান্নে সারা দিনের কন্ট্রোল রুম খোলা হয়েছে। প্রতি ঘণ্টায় ঘণ্টায় পরিস্থিতি খতিয়ে দেখা হচ্ছে। এদিকে ওড়িশার বালাসোরে গিয়ে পৌঁছেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে গিয়ে নিহতদের পরিবারকে ৫ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেন মমতা। সঙ্গে মমতা দাবি করেন, এই দুর্ঘটনায় রেলের সমন্বয়ের অভাব রয়েছে। রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়ে সাংবাদিকদের মমতা বলেন, ‘রাজ্য সরকার হতাহতদের পাশে আছে। আমরা অ্যাম্বুলান্স ও মেডিক্যাল টিম পাঠিয়েছি। বাংলার বহু মানুষ এই ট্রেনে ছিলেন।’

প্রসঙ্গত, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে যায়। দুর্ঘটনার তীব্রতা এতই ছিল যে যাত্রীবাহী ট্রেনটির ইঞ্জিন উঠে যায় এক মালগাড়ির ওপর। ট্রেনের অধিকাংশ বগি ছিটকে পড়ে পাশের লাইনে। এই সময় উলটো দিক থেকে আসা যশবন্তপুর-হাওড়া হামসফর এক্সপ্রেসের সঙ্গে ধাক্কা লাগে করমণ্ডলের লাইনচ্যুত বগিগুলিতে। দক্ষিণ-পূর্ব রেলের তরফে জানানো হয়েছে, শুক্রবার সন্ধ্যা সাতটা নাগাদ ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার রেল স্টেশনের কাছে ১২৮৪১ আপ শালিমার-চেন্নাই করমণ্ডল এক্সপ্রেসের একাধিক বগি লাইনচ্যুত হয়ে যায়। এর জেরে সেই ট্রেনের বি২, বি৩, বি৪, বি৫, বি৬, বি৭, বি৮, বি৯, এ১ এবং এ২ কোচ উলটে যায়। এছাড়া ট্রেনের ইঞ্জিন এবং বি১ কোচটি লাইন থেকে ছিটকে যায়। এই দুর্ঘটনার জেরে যশবন্তপুর হামসফর এক্সপ্রেসেরও বেশ কয়েকটি কামরা লাইনচ্যুত হয়।

এদিকে প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, সিগন্যালিং কন্ট্রোল রুমের ভিডিয়োয় দেখা গিয়েছে যে ভুল লাইনে ঢুকে পড়েছে আপ ১২৮৪১ শালিমার-চেন্নাই সেন্ট্রাল করমণ্ডল এক্সপ্রেস। তবে এখনও বিষয়টি নিয়ে ভারতীয় রেলের তরফে সরকারিভাবে কিছু জানানো হয়নি। হিন্দুস্তান টাইমসকে রেলের এক শীর্ষকর্তা জানিয়েছেন, খড়্গপুর ডিভিশনের সিগন্যালিং রুমের ভিডিয়োয় দেখা গিয়েছে যে সন্ধ্যা ৬টা ৫৫ মিনিট নাগাদ ওড়িশার বালাসোর জেলার বাহানগা বাজার স্টেশন অতিক্রম করার পর লুপ লাইনে ঢুকে পড়ে করমণ্ডল এক্সপ্রেস। এদিকে সেই লুপ লাইনে আগে থেকেই একটি মালগাড়ি দাঁড়িয়েছিল। এই মারাত্মক ভুলের কারণেই এই ভয়াবহ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে। এই লুপ লাইনে করমণ্ডল এক্সপ্রেসটা না ঢুকলেই দুর্ঘটনা এড়ানো যেত।