Kylian Mbappe Comments On His Future Amongst Speculation Of Leaving Paris Saint-Germain

প্যারিস: এ বছরের ফুটবল মরসুম একেবারে শেষের পথে। প্রিমিয়ার লিগ, বুন্দেশলিগার মতো লিগগুলি ইতিমধ্যেই শেষ হয়ে গিয়েছে। এ সপ্তাহেই শেষ হয়েছে লিগ ওয়ানের মরসুমও। প্যারিস সঁ জরমেঁর (Paris Saint-Germain) রেকর্ড ১১ নম্বর লিগ ওয়ান খেতাবের মাধ্যমে শেষ হয়েছে মরসুম। মরসুম শেষ হতে না হতেই দলবদলের জল্পনা-কল্পনাও শুপু হয়ে গিয়েছে। লিওনেল মেসি, সার্জিও রামোসের মতো মহাতারকারা যে এ মরসুম শেষেই পিএসজি ছাড়ছেন, তা আগেভাগেই জানিয়ে দেওয়া হয়েছে।

ABP Ananda – Live TV

মেসি, রামোসের পর এমবাপে

এ মরসুম শেষে আরেক পিএসজি তারকা কিলিয়ান এমবাপের (Kylian Mbappe) ভবিষ্যৎ কী হতে চলেছে, সে নিয়েও জল্পনাও ছিল। প্যারিসের ক্লাবের সঙ্গে এমবাপের ২০২৪ সাল পর্যন্ত চুক্তি রয়েছে। অবশ্য ২০২৪ সালের পর আরও এক মরসুম চুক্তি বাড়ানোর বিকল্পও রয়েছে। সেক্ষেত্রে যদিও জুলাইয়ের মধ্যেই সেই চুক্তি সই করতে হবে। এরই মাঝে ফের একবার তাঁর রিয়াল মাদ্রিদে যোগ দেওয়ার জল্পনা শোনা যাচ্ছিল। তবে সেইসব জল্পনা জল ঢেলে নিলেন এমবাপে নিজেই। বর্তমান চুক্তির মেয়াদ শেষ হওয়া পর্যন্ত অর্থাৎ আরও একটি মরসুম এমবাপে পিএসজিতেই থাকছেন। তিনি সাফ সাফ সেকথা জানিয়েও দিলেন। 

এমবাপে বলেন, ‘পরের মরসুমে কি আমি পিএসজিতেই থাকব? হ্যাঁ, আমি প্যারিসেই থাকছি। আমার এই ক্লাবের সঙ্গে এখনও এক বছরের চুক্তি রয়েছে এবং এইখানেই আমি খেলব। ক্লাব নিজেদের তরফে সবরকম প্রচেষ্টা করছে (যাতে আরও শক্তিশালী দল গঠন করা যায়) এবং আমি নিজের দিক থেকে সেই নিয়ে সন্তুষ্ট। বাকি কিছু নিয়ে আমার কোনও মাথাব্যথা নেই।’

রিয়াল ছাড়ছেন বেঞ্জেমা

সদ্যই রিয়াল মাদ্রিদের তরফে ঘোষণা করা হয়েছে যে দলের কিংবদন্তি স্ট্রাইকার করিম বেঞ্জেমা ১৪ মরসুম পর ক্লাব ছাড়ছেন। বেঞ্জেমার ক্লাব ছাড়া নিয়ে রিয়ালের তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, ‘রিয়াল মাদ্রিদে করিম বেঞ্জেমার কেরিয়ার হচ্ছে সুন্দর আচরণ ও পেশাদারির দারুণ উদাহরণ। তিনি ক্লাবের মূল্যবোধেরও প্রতিনিধি। করিম বেঞ্জেমা নিজের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নিয়েছেন সম্প্রতি। ক্লাবের সঙ্গে তাঁর অসাধারণ সম্পর্ক। দারুণ কিছু মুহূর্ত রয়েছে। যা কোনওদিনও ভুলে যাওয়ার নয়। ক্লাব বরাবর কৃতজ্ঞ থাকবে এমন প্লেয়ারের প্রতি। এই কিংবদন্তি ফুটবলারকে রিয়াল মাদ্রিদ শুভেচ্ছা জানাচ্ছে আগামীর জন্য।’

বেঞ্জেমার বিদায়ে এমবাপেকে দলে নিতে লস ব্লাঙ্কোস ঝাঁপাবে বলেই মনে করছেন অনেকে। তবে এমবাপের এই ঘোষণার পর রিয়ালকে তাঁকে দলে পেতে অন্তত আরও একটি মরসুম অপেক্ষা করতেই হবে।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?