Suvendu Adhikari: নিজে রেলমন্ত্রী থাকাকালীন ট্রেন দুর্ঘটনায় কী বলেছিলেন মমতা, মনে করালেন শুভেন্দু

করমণ্ডল এক্সপ্রেস দুর্ঘটনায় কেন্দ্রকে দোষারোপ করায় এবার শুভেন্দু অধিকারীর আক্রমণের মুখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার দুপুরে লোকসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের অংশবিশেষ টুইট করে মমতাকে আক্রমণ করেন তিনি। শুভেন্দুর দাবি, রেলমন্ত্রী থাকাকালীন একটি ট্রেন দুর্ঘটনার পর এই বক্তব্য রেখেছিলেন মমতা।

শুভেন্দুর টুইট করা ১০ সেকেন্ডের ভিডিয়োয় মমতাকে হিন্দিতে বলতে শোনা যাচ্ছে, ‘কাজ করতে করতে কখনও কখনও মানুষের ভুল হয়ে যায়। সেটাও হওয়া উচিত নয়। যতটা সম্ভব প্রশিক্ষণ দিয়ে এদের আপডেট করতে হবে।’ টুইটে শুভেন্দুবাবু লিখেছেন, ‘কাচের ঘরে থেকে অন্যের ঘরে ইট মারতে নেই’।

পরিসংখ্যান বলছে, ২ দফায় মোট ৩ বছর ১৫০ দিন রেলমন্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এর মধ্যে ৫৪টি রেল দুর্ঘটনা ঘটেছে। ৮৩৯টি ট্রেন বেলাইন হয়েছে। যাতে মোট ১,৪৫১ জনের মৃত্যু হয়েছে।

 

শনিবার ওড়িশার বালেশ্বরে করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনাস্থলে যান মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের পাশে দাঁড়িয়ে রেলের সমালোচনা করেন তিনি। বলেন, ‘রেলে মনে হয় সমন্বয়ের অভাব রয়েছে। আরও যত্নশীল হওয়া প্রয়োজন। আরও গুরুত্ব দিতে হবে’। সঙ্গে নিজের ঢ্যাঁড়া পিটিয়ে তিনি বলেন, ‘আমি যখন রেলমন্ত্রী ছিলাম, তখন অ্যান্টি কলিশন ডিভাইস চালু করেছিলাম। কিন্তু এই ট্রেনে অ্যান্টি কলিশন ডিভাইস ছিল না। থাকলে দুর্ঘটনা ঘটত না।’