WTC Final 2023: Rohit Sharma Wary Of Challenges For Batters In English Condition

লন্ডন: আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা, তারপরেই খেতাব লড়াইয়ে অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ইংল্যান্ডের ওভালে খেলা হবে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল (WTC Final 2023)। এই ম্যাচ জিতেই আইসিসি খেতাব জয়ের দীর্ঘ খরা কাটাতে বদ্ধপরিকর রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বাধীন ভারতীয় দল। সেই ম্যাচের আগে ভারতীয় অধিনায়ক ইংল্যান্ডের পরিবেশ নিয়ে খানিকটা উদ্বেগে।

ABP Ananda – Live TV

পরিবেশ নিয়ে উদ্বেগ

রোহিতের মতে ইংল্যান্ডের পরিবেশে ব্যাটারদের জন্য সবসময়ই চ্যালেঞ্জিং। এই চ্যালেঞ্জের বিষয়ে কথা বলতে গিয়ে তিনি বলেন, ‘ইংল্যান্ডের পরিবেশ সাধারণত ব্যাটারদের জন্য খুবই চ্যালেঞ্জিং। এখানে আবহাওয়া সবসময়ই বদলাতে থাকে, তাই ব্যাটাররা কখনই সেট হয় না। বোলারদের বিরুদ্ধে ঠিক কোন সময়ে আক্রমণ করা উচিত, সেটা জানাটা ভীষণ জরুরি। এই মাঠের উইকেটটা ব্যাটিংয়ের জন্য অবশ্য অন্যতম সেরা। মাঠের কোণাকুণি বাউন্ডারিগুলিতে বল গেলে বেশ দ্রুত ছোটে। তবে টেস্ট ক্রিকেট তো সবসময়ই অধিনায়ক হিসাবে আপনাকে চ্যালেঞ্জ করে। তাই তো এটা সবার সেরা এবং সকলেই টেস্ট ক্রিকেট খেলার জন্য মুখিয়ে থাকে।’

সেরা উপলব্ধি

সাম্প্রতিক সময়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাল বলের ক্রিকেটে ভারতীয় দল কিন্তু বেশ ভালই পারফর্ম করেছে। শেষ দুই সফরে অস্ট্রেলিয়ার ঘরের মাঠেই অজিদের হারিয়েছে টিম ইন্ডিয়া। মাস কয়েক আগে, বছরের শুরুতে ভারতে অস্ট্রেলিয়া আসলে, সেই টেস্ট সিরিজেও প্যাট কামিন্সদের বিরুদ্ধে ২-১ জয় পায় টিম ইন্ডিয়া। রোহিত কিন্তু স্পষ্টভাবে জানিয়ে দিচ্ছেন একাধিক সিনিয়ার তারকাদের অনুপস্থিতিতে ২০২১ সালে অস্ট্রেলিয়াকে তাঁদের ঘরের মাঠে হারানোটাই সাম্প্রতিক সময়ে ভারতীয় দলের সেরা উপলব্ধি।

‘সাম্প্রতিক সময়ে, শেষ কয়েক বছরে আমাদের সবথেকে বড় উপলব্ধি হল অস্ট্রেলিয়ার ঘরের মাঠে ওদেরকে হারানো। প্রথম টেস্ট হারের পর আমরা যেভাবে সিরিজে ফিরি, সেটা আমাদের দলের খেলোয়াড়দের দক্ষতা এবং দলের গভীরতা প্রমাণ করে। বেশ কিছু সিনিয়ার ক্রিকেটার ওই সিরিজে দলে ছিলেন না, আমাদের অনেকে আবার চোট আঘাতেও সিরিজ থেকে ছিটকে গিয়েছিলেন। তবে সিনিয়ারদের অনুপস্থিতিতে তরুণরা নিজেদের কাঁধে দায়িত্ব তুলে নিয়ে কিন্তু দারুণ পারফর্ম করেছিল।’ বলেন ভারতীয় অধিনায়ক রোহিত।

প্রসঙ্গত, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে রবিবার (৪ জুন) থেকেই ওভালে অনুশীলন করল ভারত। এবার অপেক্ষা শুধু ম্যাচ শুরু হওয়ার।

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?