Dam construction: তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাধায় বাঁধ তৈরির কাজ বন্ধ হয়ে যাওয়ার অভিযোগ

বর্ষার আগে জলপাইগুড়ির বেলাকোবার ভায়াপাড়া থেকে জোরাবান্ধা পর্যন্ত সাড়ে ৫০০ মিটার বাঁধ তৈরি কাজ চলছিল। এর জন্য দেড় কোটি টাকা ধার্য করা হয়েছিল। তবে মাঝপথেই সেই বাঁধ তৈরির কাজ থমকে গেল। অভিযোগ উঠেছে তৃণমূল পঞ্চায়েত সদস্যের বাধার ফলে এই বাঁধ তৈরির কাজ বন্ধ হয়ে গিয়েছে। গত বৃহস্পতিবার এবং শুক্রবার পঞ্চায়েত সদস্যের দলবল সেখানে গিয়ে বাঁধ তৈরিতে বাধা দেয় বলে অভিযোগ।

যদিও পঞ্চায়েত সদস্যের বক্তব্য, বাঁধ তৈরির নকশা বা বিস্তারিত তথ্য তাদের হাতে দেওয়া হয়নি। ফলে এই কাজ বন্ধ রাখতে বলা হয়েছে। অন্যদিকে, এই ঘটনায় অখুশি তৃণমূলের একাংশ। প্রশাসনের অন্দরে এই নিয়ে উদ্বেগ ছড়িয়েছে। বিরোধীরা অবশ্য দাবি করেছে, কাজের বখরা নিয়ে গোলমালের জেরে তৃণমূলের একাংশ এই কাজ বন্ধ করে দিয়েছে। এই নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা। প্রশাসনিক সূত্রে জানা গিয়েছে, ওই বাঁধ তৈরির টেন্ডার বেশ কিছুদিন আগেই হয়েছে। তারপরে কাজ শুরু হয়ে যায়। তখন থেকেই তৃণমূলের একাংশ বাঁধ তৈরির কাজে বাধা দিয়ে আসছে বলে অভিযোগ। তবে গত বৃহস্পতিবার এবং শুক্রবার সেই বাধা প্রবল হয়। তারপরে কাজ বন্ধ রাখতে হয়। বেলাকোবা গ্রাম পঞ্চায়েতের তৃণমূল সদস্য শ্যামলী রায় জানিয়েছেন, ‘আমরা কাজের বিবরণ চেয়ে পাঠিয়েছিলাম। কিন্তু, পাইনি। পঞ্চায়েত সদস্যদের না জানিয়ে কাজ করা হচ্ছে। আমাদের তো জনগণের কাছে জবাব দিতে হয়। তাই কাজ বন্ধ রাখতে বাধ্য হয়েছে।’

তৃণমূলের আরেক পঞ্চায়েত সদস্য নীলতি রায়ও কাজ বন্ধ রাখার কথা স্বীকার করেছেন। তিনি বলেন, ‘আমরা সেচ দফতরের কাছে কাজের তথ্য জানতে গিয়েছিলাম। কিন্তু জানতে পারিনি। আমার সন্দেহ এই কাজে দুর্নীতি হতে পারে। তাই কাজ বন্ধ রাখতে বলা হয়েছে।’ বালি মাফিয়াদের সঙ্গে যোগ সাজেশে এই কাজ হচ্ছিল বলে অভিযোগ তুলেছে তৃণমূলের একাংশ। যদিও সেচ দফতরের এক আধিকারিক জানিয়েছেন, নিয়ম মেনে কাজ হয়েছে। পুরো বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হয়েছে।

অন্যদিকে, এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধে তোলাবাজির অভিযোগ তুলেছেন বিরোধীরা। বিজেপির জেলা সভাপতি বাপি গোস্বামী দাবি করেছেন, তোলবাজি নিয়ে এই ঝামেলা। তাই কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। জেলা কংগ্রেস সভাপতি পিনাকী সেনগুপ্ত বলেন, ‘এখন তৃণমূলের মধ্যেই লড়াই চলছে। তাই পঞ্চায়েত ভোট করাতে ভয় পাচ্ছে।’ অন্যদিকে, তৃণমূলের ওই এলাকার বিধায়ক খগেশ্বর রায় বলেছেন, তিনি কলকাতা থেকে ফিরে খোঁজ খবর নিয়ে বিষয়টি দেখবেন।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup