Noida Clash: ধূমপান ঘিরে ঝগড়া! পড়ুয়া বনাম গার্ডদের সংঘর্ষে উত্তাল ক্যাম্পাস, নয়ডায় আটক ৩৩, আহত ২২

আশনি ধাওর

গৌতমবুদ্ধ বিশ্ববিদ্যালয়ের গার্ড ও গর্ভনমেন্ট ইনস্টিটিউট অফ মেডিক্যাল কলেজের পড়ুয়াদের মধ্যে সংঘর্ষে ব্যাপক উত্তেজনা ছড়াল নয়ডার গৌতমবুদ্ধ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। সেখানে গার্ড বনাম পড়ুয়াদের সংঘাতে ৩৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ। আহতের সংখ্যা ২২। জানা গিয়েছে, গোটা ঘটনার সূত্রপাত ধূমপানকে কেন্দ্র করে। জানা গিয়েছে, গর্ভরনমেন্ট ইনস্টিটিউট এফ মেডিক্যাল সায়েন্সের পড়ুয়াদের সঙ্গে গৌতমবুদ্ধ বিশ্ববিদ্যালয়ের গার্ডদের সংঘর্ষ হয়।

পিটিআই সূত্রের খবর, গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের মুন্সি প্রেমচাঁদ হস্টেলে পড়ুয়ারা ধূমপান করছিলেন। কিছু পড়ুয়াকে ক্যাম্পাসে ধূমপান করতে দেখে তাঁদের রুখে দেন গার্ডরা। তার থেকেই শুরু হয় দুই পক্ষের ঝগড়া, সংঘাত। পুলিশের তরফে জানানো হয়েছে, ‘রবিবার দুই পক্ষের মধ্যে ঝগড়া শুরু হয় রাত ১০.৩০ মিনিট নাগাদ। তারপর তা থেকে শুরু হয় সংঘর্ষ। যে ঘটনার পর, সেখানে পৌঁছয় পুলিশ। ৩৩ জনকে হেফাজতে নিয়ে নেওয়া হয়। দুই তরফ থেকেই অভিযোগ পেয়েছে পুলিশ, আর গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।’ পুলিশ জানিয়েছে, যাঁদের আটক করা হয়েছে, তাঁরা সকলেই হয় পড়ুয়া নয়তো গার্ড। তবে আটক যাঁদের করা হয়েছে, তাঁদের মধ্যে কতজন গার্ড আর কতজন পড়ুয়া, সেই সংখ্যার বিন্যাস স্পষ্ট নয়।

জানা গিয়েছে ইকোটেক পুলিশ স্টেশনের আওতায় থাকা এলাকায় এই ঘটনা ঘটে গিয়েছে। এদিকে, গোটা ঘটনার ভিডিয়ো প্রকাশ্যে এসেছে। সেখানে দেখা গিয়েছে, লাঠিধারি কয়েকজন কিছু পার্ক করা বাইকে আঘাত করে চলেছেন। এছাড়াও চারচাকার কিছু গাড়িতে তাঁরা ভাঙচুর করছেন বলেও ধরা পড়ে ক্যামেরায়। এছাড়াও ভিডিয়োতে কটূক্তির আওয়াজও আসে। সব মিলিয়ে ব্যাপক তোলপাড় এই গোটা ঘটনায়।

ক্ষোভে ফেটে পড়েন পড়ুয়ারা

এদিকে, পড়ুয়াদের অভিযোগ, দুই পক্ষের মধ্যে ঝগড়া হওয়ার পর সিকিউরিটি গার্ডরা তাঁদের সঙ্গে দুর্ব্যবহার বাড়াতে থাকেন। তারপরই গার্ডরাই তাঁদের ওপর চড়াও হন বলে অভিযোগ তোলেন পড়ুয়ারা। মেডিকেল কলেজের ডিরেক্টর রাকেশ গুপ্তা জানিয়েছেন, ঘটনায় আহতের সংখ্যা ২২। ঘটনার জেরে কারোর মৃত্যু হয়নি। বহু পড়ুয়া ঘটনার দেরে হস্টেল ছেড়ে গিয়েছেন। আপাতত হস্টেল ছেড়ে যাওয়া পড়ুয়ারা তাঁদের অস্থায়ী বাসভবন রয়েছেন। উল্লেখ্য, যেহেতু ওই মেডিক্যাল কলেজে হস্টেল নেই, তাই গৌতম বুদ্ধ বিশ্ববিদ্যালয়ের হস্টেলে বহু পড়ুয়া থাকেন। জানা গিয়েছে, হস্টেল খুব বাজে ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। জানলা, দরজা ভেঙে গিয়েছে। এদিকে, গৌতমবুদ্ধ বিশ্ববিদ্যালয়ের রেজিস্টারার জানিয়েছেন, একটি তদন্ত হচ্ছে, গোটা পরিস্থিতির খোঁজ রাখা হচ্ছে।