MS Dhoni Spotted In Mumbai Having Breakfast In First Appearance After Knee Surgery, Know In Details

চেন্নাই: অস্ত্রোপচারের পর প্রথমবার দেখা গেল মহেন্দ্র সিংহ ধোনিকে (MS Dhoni)। বন্ধুর সঙ্গে। প্রাতঃরাশ টেবিলে। সামনের প্লেটে সাজানো দক্ষিণ ভারতীয় পদ। ইডলি ও বড়া। সঙ্গে সাম্বর, চা-কফি। হাসিমুখেই ক্যামেরার দিকে তাকিয়ে পোজ দিয়েছেন ক্যাপ্টেন কুল (Captain Cool)। যা দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন ভক্তরা। প্রিয় নায়ক ভাল আছেন।

চেন্নাই সুপার কিংসের (CSK) হয়ে পঞ্চম আইপিএল জিতেছেন ধোনি। গুজরাত টাইটান্সকে তাদের ঘরের মাঠে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সিএসকে। একটা সময় ফাইনালে ধোনির মাঠে নামা নিয়েই সংশয় ছিল। হাঁটুর চোটে কাবু ছিলেন ক্যাপ্টেন কুল। কিন্তু তিনি কিংবদন্তি, যন্ত্রণা উপেক্ষা করেও দলের প্রয়োজনে মাঠে নেমেছিলেন। হাঁটুতে স্ট্র্যাপ জড়িয়েই উইকেটকিপিং করেন। দলকে চ্যাম্পিয়নও করেছে তাঁর মগজাস্ত্র।

টুর্নামেন্ট শেষ হতেই মুম্বই যান ধোনি। সেখানে কোকিলাবেন হাসপাতালে তাঁর হাঁটুর অস্ত্রোপচার হয়। 

 


রবিবার মুম্বইয়ের জনৈক হিতেশ সাংঘভি বন্ধু ধোনির সঙ্গে ব্রেকফাস্ট করেন। সেই ছবি হিতেশ সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। লেখেন, ‘প্রাতঃরাশ সারলাম কিংবদন্তির সঙ্গে…’ মুহূর্তে সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়। অস্ত্রোপচারের পর এটাই ধোনির প্রথম ছবি। 

মহেন্দ্র সিংহ ধোনির (MS Dhoni) হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। চেন্নাই সুপার কিংসের চিফ এগজিকিউটিভ অফিসার (CEO) কাশী বিশ্বনাথন সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুর অস্ত্রোপচার হয়েছে। তিনি সুস্থ আছেন।

ভারতীয় ক্রিকেট বোর্ডের বিশেষজ্ঞ চিকিৎসকদের অন্যতম, চিকিৎসক দীনশ পার্ডিওয়ালা ধোনির হাঁটুতে অস্ত্রোপচার করেছেন। তিনিই ঋষভ পন্থের হাঁটুতে অস্ত্রোপচার করেছিলেন। আপাতত সেরে ওঠার পথে পন্থ।

বিশ্বনাথন বলেছেন, ‘হ্যাঁ, মুম্বইয়ের কোকিলাবেন হাসপাতালে ধোনির হাঁটুতে সফল অস্ত্রোপচার হয়েছে। সকালেই অস্ত্রোপচার হয়েছে। ও ভাল আছে। আমি বিস্তারিত জানি না। কী ধরনের অস্ত্রোপচার হয়েছে বা অন্যান্য বিশদ বিবরণ এখনও পাইনি।’

জানা গিয়েছে, কী হোল সার্জারি (মাইক্রোসার্জারি) করে ধোনিকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। আথ্রোস্কোপিক রিপেয়ারের জন্য অস্ত্রোপচার করা হয়েছে বলেও জানা গিয়েছে।                                                  

আরও পড়ুন: গরম পড়লেই ভরসা আখের রসে? কতটা কাজে লাগে? আদৌও উপকার রয়েছে?