YouTube-এ হ্যাক হল তন্ময় ভাট, আবদু রোজিক সহ জনপ্রিয় কিছু অ্যাকাউন্ট, গায়েব ভিডিয়ো – YouTubers, Including Comedian Tanmay Bhat, Report Hacked Accounts

হ্যাক হয়ে গেল একাধিক জনপ্রিয় কনটেন্ট ক্রিয়েটরের ইউটিউব এবং জিমেইল অ্যাকাউন্ট। কমেডিয়ান ঐশ্বরিয়া মোহনরাজ, তন্ময় ভাট এবং ইউটিউবার আবদু রোজিকের মতো নামজাদা কনটেন্ট ক্রিয়েটরের চ্যানেল হ্যাক করা হয়েছে। তন্ময় ভাট একটি টুইট করেছেন। তাতে তিনি নিজের পরিস্থিতির কথা জানিয়েছেন। তাঁর চ্যানেলের ৪.৪ মিলিয়ন সাবস্ক্রাইবার রয়েছে। বর্তমানে সেই চ্যানেলের নাম বদলে ‘টেসলা কর্প’ করে দেওয়া হয়েছে। বিপাকে পড়ে সাহায্য প্রার্থনা করে নিজের টুইটে ইউটিউবকে ট্যাগ করেছেন তিনি। গত কয়েক সপ্তাহে বেশ কয়েকটি নামজাদা ইউটিউব অ্যাকাউন্ট ঠিক এই একই পদ্ধতিতে হ্যাক হয়ে যায়। তন্ময় জানান, টু-ফ্যাক্টর অথেন্টিকেশনের বেড়া এড়িয়েই তাঁর চ্যানেল হ্যাক করা হয়েছে। আরও পড়ুন: দুই বছর ধরে ব্যবহার না করলে YouTube চ্যানেল ডিলিট হয়ে যাবে? কী বলছে Google

এর কয়েক ঘণ্টা আগেই কৌতুক অভিনেতা ঐশ্বরিয়া মোহনরাজও এই একই বিষয়ে টুইট করেছিলেন। তাঁর জিমেইল অ্যাকাউন্টও একইভাবে হ্যাক করা হয়েছে বলে জানিয়েছেন তিনি। এর ফলে তিনি নিজের ইউটিউব অ্যাকাউন্টের অ্যাক্সেস হারিয়ে ফেলেছেন। মিসেস মোহনরাজও এর জন্য ইউটিউবের সাহায্য চেয়েছেন।

ইউটিউব ভুক্তভোগী ইউটিউবারদের রিপ্লাই দিয়েছে। তাঁদের পরিস্থিতির বিশদ জানতে চাওয়া হয়েছে। বিশেষজ্ঞ টিমের সঙ্গে আলোচনা করা হচ্ছে বলেও জানিয়েছে সংস্থা।

এই ধরনের বড় অ্যাকাউন্ট হ্যাক করে অনেক সময়ে মুক্তিপণ চাওয়া হয়। কোনও বড় কুখ্যাত হ্যাকার গোষ্ঠীই এই ধরনের হ্যাকিং করে। তবে এখনও পর্যন্ত যদিও কোনও হ্যাকিং গোষ্ঠী কিছু জানায়নি। ইউটিউবের পক্ষ থেকেও কোনও আনুষ্ঠানিক বিবৃতি জারি করা হয়নি। কিন্তু অনেক টুইটার ব্যবহারকারীই দাবি করছেন যে, হ্যাকাররা আসলে এভাবে মাধ্যমে একটি টেসলা কেলেঙ্কারি ছড়াচ্ছে।

চলতি বছরের মার্চে, দ্য ভার্জ-এর রিপোর্টে জানা যায়, লিনাস টেক টিপস-এর লিনাস সেবাস্টিয়ানও এই একই ধরনের সাইবার আক্রমণের সম্মুখীন হয়েছেন। তাঁর চ্যানেলের সমস্ত ভিডিয়োই রিমুভ করে দেওয়া হয়েছে। অ্যাকাউন্টের ডিটেইলস পরিবর্তন করা হয়েছে। তার বদলে টেসলা প্রধান ইলন মাস্কের ক্রিপ্টোকারেন্সি সম্পর্কিত বিভিন্ন ক্লিপ সেখানে আপলোড করে দেওয়া হয়।

নতুন হ্যাক হওয়া অ্যাকাউন্টগুলিতেও এভাবে টেসলা, ইলন মাস্ক সম্পর্কিত কনটেন্ট ভরে দেওয়া হচ্ছে। এর প্রেক্ষিতে সেই একই হ্যাকার গোষ্ঠী এটি করেছে বলে মনে করা হচ্ছে।

তার এক মাস আগেই তৃণমূল কংগ্রেসের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তার প্রোফাইল নাম এবং ছবিও পরিবর্তন করে দেওয়া হয়েছিল। প্রোফাইলের নাম পরিবর্তন করে ‘যুগা ল্যাবস’ করে দেওয়া হয়। এটিও একটি ক্রিপ্টো কোম্পানির নাম ছিল বলে জানা যায়। এই ধরনের হ্যাকিংয়ের উদ্দেশ্য ঠিক কী, তা জানা যায়নি। আরও পড়ুন: ভিউ পেতে ইচ্ছা করে বিমান ক্র্যাশ, ২০ বছর পর্যন্ত জেল হতে পারে YouTuber-এর

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup