Wrestlers Protest: Bajrang Punia, Sakshi Malik, Vinesh Phogat Meet Amit Shah, Share Concerns, Know In Details

নয়াদিল্লি: কুস্তিগীরদের প্রতিবাদ কি এবার নতুন পথে?

ABP Ananda – Live TV

সোমবার নয়াদিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করলেন বজরং পুনিয়া (Bajrang Pinia), সাক্ষী মালিক (Sakshi Malik), বিনেশ ফোগতরা (Vinesh Phogat)। অমিত শাহর (Amit Shah) বাসভবনে গিয়ে তাঁর সঙ্গে দেখা করেন পালোয়ানরা। দীর্ঘক্ষণ তাঁদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

কুস্তিগীরদের ঘনিষ্ঠ একজন সংবাদসংস্থাকে বলেছেন, ‘নিজেদের উদ্বেগ স্বরাষ্ট্রমন্ত্রীকে জানিয়েছেন ওঁরা। দীর্ঘক্ষণ বৈঠকটি হয়েছে এবং অমিতজি সকলের কথা শুনেছেন। তবে এখনও কোনও সিদ্ধান্ত হয়নি।’ 

যদিও সোমবার দুপুরের এক খবরে হইচই শুরু হয়ে যায়। শোনা যায়, কুস্তিগীরদের আন্দোলন নতুন মোড় নিয়েছে। কারণ, আন্দোলনের প্রধান মুখ সাক্ষী মালিক নাকি প্রতিবাদ কর্মসূচি থেকে সরে দাঁড়িয়েছেন।

কুস্তিগীরদের আন্দোলনের প্রধান মুখ ছিলেন তিনি। সংসদ অভিযানে তাঁকে পুলিশ হেনস্থা করায় শোরগোল পড়ে গিয়েছিল। কুস্তিগীরদের প্রতিবাদ সারা দেশে বিক্ষোভের আগুন জ্বালিয়েছিল।

সেই সাক্ষী মালিক কুস্তিগীরদের প্রতিবাদ থেকে সরে দাঁড়ালেন বলে খবর জানা গিয়েছিল সংবাদসংস্থা এএনআই সূত্রে। তিনি রেলের কর্মী। সোমবার তিনি নিজের দফতরে কাজে যোগ দিয়েছেন। যে খবর প্রকাশ্যে আসতেই নতুন করে হইচই শুরু হয়েছিল।

সোমবার দুপুরে খবরটা প্রকাশ্যে আসতেই হইচই পড়ে গিয়েছিল। সংবাদসংস্থা এএনআই জানিয়েছিল, রেলের কাজে ফিরেছেন সাক্ষী মালিক। তিনি কুস্তিগীরদের আন্দোলন থেকেও সরে দাঁড়িয়েছেন।

অলিম্পিক্সে পদকজয়ী কুস্তিগীর নিজে অবশ্য় সেই খবর উড়িয়ে দিয়েছেন। জানিয়েছেন, তিনি চাকরিতে যোগ দিলেও আন্দোলন থেকে সরে দাঁড়াচ্ছেন না। এই ধরনের যে খবর ছড়িয়েছে, তা ভুয়ো বলেও জানিয়েছেন সাক্ষী।

 

সাক্ষী ট্যুইট করেছেন, ‘এই খবরটি সম্পূর্ণ ভুল। ন্যায়ের জন্য এই লড়াই থেকে না আমাদের কেউ পিছিয়ে এসেছি, না পিছিয়ে আসব। আমরা সত্যাগ্রহ চালিয়ে যাব পাশাপাশি রেলের কাজেও যোগ দিয়েছি। যতদিন না ন্যায় পাচ্ছি, ততদিন এই লড়াই চালিয়ে যাব। দয়া করে কেউ কোনও ভুল খবর প্রচার করবেন না’।

আরও পড়ুন: প্রথমবার জুনে টেস্ট ম্যাচ ওভালে, ইতিহাসের সামনে ভারত-অস্ট্রেলিয়া ফাইনাল