Visva-Bharati: পিএইচডি গবেষককে ছাত্রীকে ‘যৌন হেনস্থা,’ গ্রেফতার বিশ্বভারতীর অধ্যাপক

তন্ময় চট্টোপাধ্যায়

বিশ্বভারতীর এক সিনিয়র প্রফেসরকে গ্রেফতার করল পুলিশ। তাঁর বিরুদ্ধে এক পিএইচডি গবেষককে যৌন হেনস্থা করার অভিযোগ। শনিবার তাকে গ্রেফতার করা হয়েছে। সূত্রের খবর, ২০১৬ সাল থেকে ওই অধ্য়াপকের অধীনে পিএইচডি করছিলেন ওই তরুণী। এমনটাই জানিয়েছেন বোলপুরের শান্তিনিকেতন থানার পুলিশ।

গত ৩১ মে এই এফআইআর দায়ের করা হয়েছে। সেখানে ভারতীয় দণ্ডবিধির ৯টি ধারা আরোপ করা হয়েছে। এমনকী প্রফেসরের বিরুদ্ধে মানসিক নির্যাতন ও শ্লীলতাহানির অভিযোগ করেছেন ওই গবেষক তরুণী।

পুলিশ জানিয়েছে, অভিযুক্তকে বোলপুর আদালতে পেশ করা হয়। এরপর তাকে পুলিশ হেফাজতের নির্দেশ দেয় আদালত। তবে ওই গবেষক ঠিক কী অভিযোগ করেছেন ?

পুলিশ সূত্রে খবর, ২০২২ সালের জুন মাসে ওই গবেষক বিশ্বভারতীর কাছে অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেখান থেকে কোনও ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ।

বর্তমানে উত্তরবঙ্গের একটি কলেজে কর্মরত ওই শিক্ষিকা। তিনি ২০১৬ সালে বিশ্বভারতীতে গবেষণার জন্য এসেছিলেন। এদিকে গ্রেফতারির পরেই স্থানীয় মিডিয়ার সামনে অভিযুক্ত অধ্যাপক জানিয়েছিলেন, একেবারে সাজানো ঘটনা। তিনি কয়েকটি তারিখ উল্লেখ করে বলেন, খোঁজ নিয়ে দেখুন সেই সময় তিনি উত্তরবঙ্গের কলেজে ডিউটিতে ছিলেন।

এদিকে হিন্দুস্তান টাইমসকে বিশ্বভারতীয় মুখপাত্র মহুয়া বন্দ্যোপাধ্য়ায় জানিয়েছেন, বিশ্বভারতী এনিয়ে কাজ করেনি এটা ভুল কথা। তিনি বলেন, বিশ্বভারতীর সেক্সুয়াল হ্যারাসমেন্ট কমিটি বিস্তারিত তদন্ত করেছে। রিপোর্টও জমা দিয়েছে। কিন্তু কোনও অভিযুক্তের বিরুদ্ধে কমিটি পদক্ষেপ নিতে পারে না। উপরমহল এই ধরণের সিদ্ধান্ত নেয়।

বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীকে এনিয়ে মন্তব্যের জন্য় যোগাযোগ করা যায়নি।