WTC Final 2023: Virat Kohli Reveals What Motivates Him To Elevate His Game Against Australia

লন্ডন: তিনি বিশ্ব ক্রিকেটের অন্যতম সেরা ব্যাটার। তবু, অস্ট্রেলিয়াকে দেখলে যেন আরও অপ্রতিরোধ্য হয়ে ওঠেন বিরাট কোহলি (Virat Kohli)। দুরন্ত মিচেল জনসনকে বাউন্ডারির বাইরে ফেলে আগ্রাসনের জবাবে পাল্টা চুমু ছুড়ে দেওয়া, পারেন হয়তো একমাত্র তিনিই পারেন। কখনও অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চার টেস্টে চার সেঞ্চুরি, তো কখনও তিন অঙ্কে পৌঁছে গ্যালারিতে বসা অনুষ্কা শর্মাকে উড়ন্ত চুম্বন, অজিদের বিরুদ্ধে কোহলি মানেই রূপকথা।

কেন অস্ট্রেলিয়াকে সামনে পেলেই তাঁর সেরাটা বেরিয়ে আসে, স্টার স্পোর্টসে দেওয়া এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন কোহলি। ভারতের সামনে ফের অস্ট্রেলিয়া। ৭-১১ জুন ওভালে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে মুখোমুখি দুই দল। তার আগে কোহলি বলেছেন, ‘অস্ট্রেলিয়া ভীষণ কঠিন প্রতিপক্ষ। ওদের সামান্যতম জায়গা দিলেই তা কাজে লাগাবে। ওদের দক্ষতাও দুর্দান্ত। যে কারণে ওদের বিরুদ্ধে ম্যাচ থাকলেই আমি বাড়তি তাগিদ অনুভব করি। নিজের খেলাটাকে পরের পর্বে তুলে নিয়ে যাই। অস্ট্রেলিয়াকে হারাতে হলে নিজের খেলার উন্নতি করতে হয়ই।’

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে বিরাটের ব্যাটিং রেকর্ড ঈর্ষণীয়। এখনও পর্যন্ত অজিদের বিরুদ্ধে ২৪টি টেস্ট খেলেছেন তিনি। করেছেন ১৯৭৯ রান। ৪৮.২৬ গড়ে। অজিদের বিরুদ্ধে ৮টি সেঞ্চুরি ও পাঁচটি হাফসেঞ্চুরি রয়েছে কোহলির। সর্বোচ্চ ১৮৬ রানের ইনিংস।

সব ধরনের ক্রিকেট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯২টি ম্যাচ খেলেছেন কোহলি। ৫০.৯৭ গড়ে ৪৯৪৫ রান করেছেন তিনি। তিন ধরনের ফর্ম্যাট মিলিয়ে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ১৬টি সেঞ্চুরি করেছেন কোহলি। 

তবে ওভালে যে কঠিন পরীক্ষা, মেনে নিয়েছেন কোহলি। বলেছেন, ‘আমরা পাটা উইকেট পাব না। ব্যাটারদের সতর্ক থাকতে হবে। আমাদের মনোনিবেশ করতে হবে আরও বেশি আর পিচ ও পরিবেশ-পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নিতে হবে। আমাদের আরও শৃঙ্খলা মেনে ব্যাটিং করতে হবে। ইংল্যান্ডের পরিবেশে, যেখানে বল বেশি স্যুইং ও সিং করে, সেখানে সবচেয়ে কঠিন হল কোন বলটা ডিফেন্স করব, কোনটা মারব আর কোনটা ছাড়ব। দারুণ টেকনিক নিয়ে খেলতে হয়। ব্যাটিংয়ের সময় ভারসাম্য়টাই সবচেয়ে কঠিন।’ 

 


বিরাট মনে করেন, যে দল পরিবেশ পরিস্থিতির সঙ্গে দ্রুত মানিয়ে নেবে, ম্যাচ তারাই জিতবে। বলেছেন, ‘পরিবেশ ও পরিস্থিতির সঙ্গে যে দল তাড়াতাড়ি মানিয়ে নিতে পারবে, পিচ তাদেরই ম্যাচ জেতাবে।’

আরও পড়ুন: ভাল ক্রিকেট খেললে আমরাই জিতব, ফাইনালের আগে আত্মবিশ্বাসী হেডস্যার দ্রাবিড়