Delhi Police at Wrestling Federation of India chief Brij Bhushan Sharan Singh residence in Uttar Pradesh Gonda, records statements of 12 people

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহিলা কুস্তিগীরদের যৌন হেনস্থায় (Wrestlers Protest) অভিযুক্ত থাকার জন্য ঘটনা শিরোনামে এসেছেন সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India) সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং (Brij Bhushan Sharan Singh)। এবার দিল্লি পুলিসের (Delhi Police) এসআইটি মহিলা কুস্তিগীরদের যৌন নির্যাতনের মামলার তদন্তকারী দল রবিবার রাতে ব্রিজভূষণের পৈতৃক বাসভবন বিষ্ণোহরপুরে পৌঁছে গিয়েছিল সেখানে ১২ জনের বক্তব্য রেকর্ড করেছে। এর মধ্যে রয়েছেন এমপির ঘনিষ্ঠ আত্মীয়-স্বজন, সহযোগী ও নিরাপত্তাকর্মীরা। SIT এর আগে ১২৫ জন সাক্ষীর বয়ান রেকর্ড করেছিল। ফলে এখন কুস্তিগীরদের যৌন হেনস্তা করার ঘটনায় বয়ান নেওয়া হল ১৩৭-এ পৌঁছল। গোন্ডা থেকে কয়েকজনের নাম, ঠিকানা, মোবাইল নম্বর ও পরিচয়পত্র সংগ্রহ করেছে তদন্ত দল। যদিও কিন্তু দিল্লি পুলিস প্রথমে জানিয়েছিল যে, ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও প্রমাণ পায়নি তারা।

এসআইটি ইতমধ্যেই গোন্ডার মানুষের বয়ান রেকর্ড করেছে। দেশের পাশাপাশি বিদেশে কুস্তি প্রতিযোগিতা চলাকালীন এমপির বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের তদন্ত চলেছে। মহিলা কুস্তিগীরদের দাবি সত্ত্বেও এখনও পর্যন্ত অভিযুক্ত ব্রিজভূষণকে গ্রেফতার করা হয়নি। মঙ্গলবার, যখন সাক্ষী মালিক আবার রেলের চাকরিতে ফিরেছেন, তখন তিনি আন্দোলন থেকে সরে এসে চাকরিতে যোগ দিয়েছেন এমন খবরে বাজার সরগরম হয়ে ওঠে। বজরং পুনিয়ার ক্ষেত্রেও একই রকম ঘটনা ঘটেছে। তবে সে খবরও অস্বীকার করেছেন। সাক্ষী মালিক এবং বজরং পুনিয়া বলেছিলেন যে তাঁরা অবশ্যই চাকরিতে যোগ দিতে এসেছেন। কিন্তু এর মানে এই নয় যে তাদের আন্দোলন শেষ। ব্রিজভূষণের বিরুদ্ধে তাঁদের লড়াই চলছে।

দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে তাঁর বাসভবনে গিয়ে দেখা করেন প্রথমসারির কুস্তিগীররা। সেখানে সাক্ষী মালিক (Sakshi Malik)-বজরং পুনিয়া (Bajrang Punia) ও ভিনেশ ফোগাট-সহ (Vinesh Phogat)সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। যদিও সরকারিভাবে এই বৈঠক নিয়ে মুখ খোলেননি কোনও পক্ষই। সূত্র মারফত আরও জানা গিয়েছিল, দীর্ঘ আলোচনা হলেও এখনও কোনও সমাধান সূত্র মেলেনি। সর্বভারতীয় কুস্তি ফেডারেশনের (Wrestling Federation Of India) সভাপতি তথা বিজেপি সাংসদ ব্রিজভূষণের পাঁচদিনের মধ্যে গ্রেফতারের করার দাবি জানিয়েছিলেন কুস্তিগীররা। 

আরও পড়ুন: Wrestlers Protest And Amit Shah: অমিত শাহের সঙ্গে কুস্তিগীরদের বৈঠকই সার! মিলল না সমাধান সূত্র

আরও পড়ুন: Wrestlers Protest: আন্দোলন থেকে সরছেন না, টুইট করে জানিয়ে দিলেন ক্ষুব্ধ সাক্ষী মালিক

শনিবার অর্থাৎ ৩ জুন রাত ১১টার সময় অমিত শাহের সঙ্গে বৈঠক শুরু হয় প্রতিবাদী কুস্তিগীরদের। বজরং, সাক্ষী-সহ চার জন কুস্তিগীর স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবনে গিয়েছিলেন। শোনা যাচ্ছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী তাঁদের বক্তব্য মন দিয়ে শুনেছেন। তদন্তের গতি নিয়ে অসন্তোষ জানিয়ে ব্রিজভূষণের বিরুদ্ধে দ্রুত চার্জশিট দেওয়ার দাবি জানিয়েছেন সাক্ষীরা। কুস্তিগীরদের আশ্বস্ত করে শাহ বলেছেন, “আইন আইনের পথে চলবে।” এর আগে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী অনুরাগ ঠাকুর আশ্বাস দিয়ে বজরং, সাক্ষীদের বলেছিলেন, “সব অভিযোগের তদন্ত স্বচ্ছতার সঙ্গে হবে।”

কুস্তিগীরদের বেঁধে দেওয়া সময়সীমা শেষ গিয়েছে সোমবার অর্থাৎ ৫ জুন। এর আগে শনিবার রাত এগারোটা থেকে প্রায় দু’ঘণ্টা বৈঠক হয়েছে। সূত্রের খবর, নিজেদের দাবি ও সমস্যা বিস্তারিতভাবে তুলে ধরেছেন পাঁচ কুস্তিগীর। তাঁদের মূল দাবি, অভিযুক্ত ব্রিজভূষণের বিরুদ্ধে নিরপেক্ষ তদন্ত হোক। সমস্ত কথাই শুনেছেন স্বরাষ্ট্রমন্ত্রী। তবে এখনও কোনও সমাধান পাওয়া যায়নি। আর এরইমধ্যে ব্রিজভূষণের বাড়িতে পুলিস অভিযান চালাল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)