NCB: ১৫ হাজার এলএসডি উদ্ধার, এনসিবির জালে পর্দাফাঁস ‘ডার্ক ওয়েব’-এর মাদক চক্রের, গ্রেফতার ৬

মাদক বিরোধী অভিযানে এযাবৎকালের অন্যতম সবচেয়ে বড় সাফল্য পেল নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো। মঙ্গলবার এনসিব জানিয়েছে, তাদের অভিযানে ১৫ হাজার এলএসডি মাদকের ব্লট উদ্ধার হয়েছে। উল্লেখ্য, লাইসারজিক অ্যাসিড ডাইথাইলামাইডের ১৫ হাজার ব্লট উদ্ধারের ঘটনা নিঃন্দেহে দেশের মাদক বিরোধী উদ্ধারে বড় ঘটনা। গ্রেফতার ৬।

এনসিবির তরফে জানানো হয়েছে, ডার্ক ওয়েবের মাধ্যমে ক্রিপ্টো কারেন্সি ব্যবহার করে দেশ জুড়ে চলছিল বড়সড় মাদক চক্র। তবে এই চক্রের জাল শুধু বারতেই নয়, দেশের বাইরে বিভিন্ন জায়গার সঙ্গে যুক্ত। এরমধ্যে পোল্যান্ড, নেদারল্যান্ডস, মার্কিন যুক্তরাষ্ট্রেও এই চক্রের জাল ছড়িয়ে রয়েছে বলে জানা গিয়েছে। আপাতত ৬ জনকে এই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে গ্রেফতার করা হয়েছে। এনসিবির ডেপুটি ডিরেক্টর জেনারেল জ্ঞনেশ্বর সিং বলেন,  এই উদ্ধারের ঘটনা ‘সবচেয়ে উদ্ধার’ এর ঘটনা মাদকের নিরিখে। এত পরিমাণে এলএসডি ‘ব্লট’ উদ্ধারের ঘটনা একই অপারেশনের মধ্যে এই প্রথম দেখা গেল। 

 জ্ঞনেশ্বর সিং বলছেন,’ এই চক্র তাদের লেনদেনে ‘ডার্ক নেট’ ব্যবহার করে। এই নেটওয়ার্ক কার্যত পরিচালিত হয় অনলাইনে। এছাড়াও অর্থপ্রদানগুলি ক্রিপ্টোকারেন্সি এবং ক্রিপ্টো ওয়ালেটের মাধ্যমে করা হয়েছিল। ক্রেতা এবং বিক্রেতার মধ্যে কোন শারীরিক যোগাযোগ ছিল না।’ 

এর আগে, ২০২১ সালে দেশে এনসিবি এক বড়সড় মাদক চক্রের পর্দাফাঁস করে। উদ্ধার হয়েছিল ৫,০০০ ব্লট এলএসডি। এযাবৎকালে একটি অপারেশনে সবচেয়ে বেশি এলএসডি উদ্ধারের ঘটনায় সেইটিই সবচেয়ে বড় উদ্ধারকার্য। সেই জায়গা থেকে বর্তমানে যে ১৫ হাজার ব্লট উদ্ধার হয়েছে, তা রীতিমত অবাক করছে অনেককে। উল্লেখ্য, ইন্টারনেটে ‘ডার্ক নেট’ এর মাধ্যমে চলে গোপনে নিষিদ্ধ ও অবৈধ পথে কেনা বেচা। এই মাদক চক্র সেই কেনাবেচায় জড়িত থেকে চালাত কারবার।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup