‘Every Captain Wants To Win The Title And I Am No Different’, Says Indian Cricket Team Skipper Rohit Sharma Ahead Of The WTC Final

লন্ডন: দেখতে দেখতে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (World Test Championship Final 2023) দিন কাছে চলে এল। আর মাত্র ১ দিনের অপেক্ষা। এরপরই টেস্টের সেরা দল হওয়ার লড়াইয়ে মুখোমুখি মহারণ নামবে ভারত ও অস্ট্রেলিয়া (IND vs AUS)। দ্য ওভালে এই ম্যাচ খেলা হবে। আগেরবারও ফাইনালে উঠেছিল টিম ইন্ডিয়া, সেবার বিরাটের নেতৃত্বাধীন দল কিউয়িদের বিরুদ্ধে হেরে গিয়েছিল। এবার সামনে অস্ট্রেলিয়া। ভারতীয় দলের নেতৃত্বের ব্যাটন রোহিত শর্মার (Rohit Sharma) হাতে। ম্য়াচের আগের দিন সাংবাদিক বৈঠকে এসে ভারত অধিনায়ক জানিয়ে দিলেন, অন্যান্য অধিনায়কদের মত তিনিও খেতাব জয় ছাড়া আর কিছুই ভাবছেন না।

সাংবাদিক বৈঠকে রোহিত শর্মা কোন কোন বিষয়ে কী বললেন?

নেতৃত্ব: প্রত্যেকে দলকে এগিয়ে নিয়ে যেতে চান। প্রত্যেক অধিনায়কই দলকে জেতাতে চান। আমিও তার ব্যতিক্রমী নই। আমিও খেতাব জিততে চাই। আগামী পাঁচটি দিন আমাদের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে নিজেদের পরিকল্পনামত দলকে এগিয়ে নিয়ে যেতে চাই। নিজেদের লক্ষ্যে স্থির থাকতে চাই। আমাদের নিজেদের স্কোয়াড নিয়েও আমরা উত্তেজিত। গত ফাইনালে কী হয়েছিল, তা আমরা সবাই জানি।”

ওয়ার্কলোড ম্যানেজমেন্ট: গুরুত্বপূর্ণ সিরিজের আগে আমাদের সিনিয়র প্লেয়াররা যাতে ফ্রেশ থাকে, সেটাই আমাদের লক্ষ্য। তার জন্যই বারবার ওয়ার্কলোড ম্যানেজমেন্টের প্রসঙ্গ ওঠে। আমরা ধারাবাহিকভাবে ক্রিকেট খেলে আসছি। এমনকী গত বছরও আমরা আইপিএলের পর ব্রিটেনেতিট গিয়েছিলাম। সেখানে একটি টেস্ট, তিনটি ওয়ান ডে ও তিনটি টি-টোয়েন্টি খেলেছিলাম আমরা।”

দল ও পরিকল্পনা: আমরা টিম মিটিংয়ে অনেকগুলো বিষয়ে নিয়ে আলোচনা করেছি। দলের একাধিক প্লেয়ার আছেন, যাঁরা আগেও এখানকার পরিবেশে এখানকার পিচে খেলেছেন। এখানকার পিচ সম্পর্কেও কিছুটা ওয়াকিবহাল আমরা। শেষ যখন এই পিচে খেলেছিলাম সিমাররা শেষ দিনেও সাহায্য পেয়েছিল। রিভার্স স্যুইংও হচ্ছিল। আবহাওয়া বেশ ভাল এখানকার। তবে ম্যাচের দিন সকালে শেষবার পিচ দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।

শুভমন গিল: এর আগেও এই ধরণের পরিবেশে খেলেছে শুভমন গিল। ও সবসময় চ্যালেঞ্জ নিতে ভালবাসে। ক্রিজে বেশি সময় কাটাতে ভালবাসে। আমি ওর সঙ্গে কথা বলেছি অনেকক্ষণ। এই মুহূর্ত যত বেশি গিলকে আত্মবিশ্বাস জোগানো যায় ততই ভাল। 

উল্লেখ্য, আইপিএলে অরেঞ্জ ক্যাপ জিতেছেন গিল। দুর্দান্ত ফর্মে রয়েছেন চলতি বছর। সব মিলিয়ে ছয়টি সেঞ্চুরিও হাঁকিয়ে ফেলেছেন তিনি। টেস্টে ২৮ ইনিংসে এখনও পর্যন্ত ৮৯০ রান করেছেন। সর্বোচ্চ অস্ট্রেলিয়ার বিরুদ্ধেই করা ১২৮। ওভালও গিলের ব্যাট জ্বলে উঠুক চাইছে সবাই।