Illegal Liquor Trade:অবৈধ মদের ব্যবসায় বিহারে ব্যবহার হচ্ছে কবর! দুধের ট্যাঙ্কার, সেপটিক ট্যাঙ্কের পর নয়া ডেরার সন্ধান

প্রসূন কে মিশ্র

বিহারে মদ্যপান বহু আগেই নিষিদ্ধ ঘোষিত হয়েছে। এদিকে, এই পরিস্থিতিতে বেশ কয়েকটি পর পর ঘটনায় দেখা গিয়েছে, বিহারের বুকে অবৈধভাবে মদ পাচারে ব্যবহার করা হচ্ছে, কফিন, দুদের ট্যাঙ্কার, সেপটিক ট্যাঙ্ক। তবে, বিহারের বুকে মদ যেখানে নিষিদ্ধ সেখানে এই ব্যবসাকে ফুলিয়ে ফাঁপিয়ে তুলতে এবার কবরকেও ব্যবহার করার গুরুতর অভিযোগ উঠল। 

ঘটনার পর্দাফাঁস হয়েছে সোমবার। ঘটনাস্থল,বিহারে সাসারাম। সেদিন, এক মৃতদেহকে নিয়ে কয়েকজন কবরস্থলে যান।  সাসারামের আলগাঁও পুলিশ স্টেশনের আওতাধীন ওই কবরস্থলে দেখা যায় একটি খোঁড়া কবর রয়েছে। সেই খুঁড়ে রাখা কবরে এক জায়গায় পড়ে থাকতে দেখা যায় মদের কিছু পাউচ। পুলিশকে খবর দিতেই পুলিশ সেখানে পৌঁছয়। দেখা যায়, তারপর ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ২৫ লিটার দেশী মদের পাউচ পড়ে রয়েছে। দেখা যায়, ওই খোলা কবরের ভিতর থেকে এক প্লাস্টিক ব্যাগে ওই মদ উদ্ধার হয়। এছাড়াও ৫০ টি পরিত্যক্ত প্যাকেট দেখা যায়। পুলিশের অনুমান, যে এবার মদের অবৈধ ব্যবসায় অসাধু ব্যবসায়ীরা কবরকেও কাজে লাগাতে ছাড়ছে না।

পুলিশ বলছে, যে কবরটি খুঁড়ে রাখা অবস্থায় উদ্ধার হয়েছে, তা থেকেবহু তথ্য বেরিয়ে আসছে। খুঁড়ে রাখা কবরকে মদ মজুত করার কেন্দ্র হিসাবে কারবারিরা ব্যবহার করছিল বলে জানা যায়। সেই কবরটি প্রায় কারবারিদের কাছে বাঙ্কার হিসাবে ব্যবহার হচ্ছিল। আশপাশে রয়েছে ঘন ঝোপঝাড়। ফলে পুলিশ মনে করছে, ওই ঝোপঝাড়ের দিকে যেহেতু মানুষের নজর পড়বে না, তাই সেখানে দিনের পর দিন এই মদ মজুত থাকত। স্থানীয় কাদিরগঞ্জ, সাগর, আথখামভাওয়া সমেত বিভিন্ন এলাকা থেকে মানুষ এই মদ পানের জন্য ভিড় করেন। আর সেই গ্রাহক সংখ্যার দিকে তাকিয়ে, সেই এলাকায় মদ ঘরপথে মজুত হতে থাকে। ইতিমধ্যেই সোমবারের ঘটনার জেরে ৩০এ ধারায় দায়ের হয়েছে মামলা। এই মামলা অজ্ঞাত পরিচয় মদ ব্যবসায়ীদের বিরুদ্ধে লাগু হয়েছে।

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup