Rail Accident averted: বগির তলায় বড় ফাটল, ফের বড়সড় দুর্ঘটনার কবলে পড়তে পারত চেন্নাইগামী এক্সপ্রেস ট্রেন

করমণ্ডল এক্সপ্রেসের দুর্ঘটনার পর কেটে গিয়েছে বেশ কয়েকটি দিন। তবে সেই মর্মান্তিক দুর্ঘটনার বিভীষিকা এখনও আতঙ্কিত করছে রেলযাত্রীদের। আর এরই মাঝে ফের একবার বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে চলেছে চেন্নাইগামী আরও একটি এক্সপ্রেস ট্রেন। জানা গিয়েছে, কোল্লাম-চেন্নাই এক্সপ্রেসের একটি বগির ‘বেস’-এ ফাটল ধরা পড়ে। সেই ফাটল ক্রমেই আরও চওড়া হতে পারত বলে আশঙ্কা করা হচ্ছে। আর তা হলে ফের লাইনচ্যুত হতে পারত আরও একটি যাত্রীবাহী দূরপাল্লার ট্রেন।

জানা গিয়েছে, তামিলনাড়ুর সেনগোত্তাই স্টেশনে রেলের কামরার নীচের দিকে থাকা এই ফাটলটি ধরা পড়ে এক রেলকর্মীর চোখে। পরে ঊর্ধ্বতন কর্তাদের খবর দেওয়া হয়। এরপরই ট্রেন থেকে আলাদা করা হয় সেই বগি। বদলে অন্য একটি বগি লাগানো হয় সেখানে। এই ফাটল যদি রেলকর্মীর চোখ এড়িয়ে যেত তাহলে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে পারত এই ট্রেনটিও। তাই রেলকর্মীর তৎপরতায় অল্পের জন্য বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল চেন্নাই এক্সপ্রেস।

রিপোর্ট অনুযায়ী, রবিবার দুপুর ৩টে ৩৬ মিনিটে তামিলনাড়ুর সেনগোত্তাই স্টেশনে এসে পৌঁছায় কোল্লাম-চেন্নাই এক্সপ্রেস। সেই সময় ট্রেনের একটি বগির তলায় এই ফাটলটি নজরে পড়ে এক রেলকর্মীর। এরপর সেই স্টেশনেই বগিটি বদলে ফেলা হয়। এর জেরে ট্রেনটি দীর্ঘক্ষণ সেখানে দাঁড়িয়েছিল। পরে বিকেল ৪টে ৪০ মিনিটে সেনগোত্তাই স্টেশনে থেকে গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায় ট্রেনটি। এদিকে দক্ষিণ রেলের তরফে ঘোষণা করা হয়েছে, যে রেলকর্মীর কারণে এই দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে, তাঁকে পুরস্কৃত করা হবে।

এদিকে ফের একবার ওড়িশায় লাইনচ্যুত হল ট্রেন। জানা গিয়েছে, আজ একটি মালগাড়ি লাইনচ্যুত হয় বারগড় জেলায়। তবে এই দুর্ঘটনা ভারতীয় রেলের ট্র্যাকে হয়নি বলে জানা গিয়েছে। এই মালগাড়িটি এসিসি সিমেন্টের প্রাইভেট লাইনে ঘটে। দুর্ঘটনায় হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। জানা গিয়েছে, দূনগুড়ি থেকে বারগড়ে যাচ্ছিল মালবাহী ট্রেনটি। সেই সময় লাইনচ্যুত হয়ে যায় ট্রেনের বেশ কয়েকটি বগি। কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা এখনও স্পষ্ট নয়। এদিকে দুর্ঘটনার পরপরই দুর্ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। এদিকে ট্রেনের চালকও অক্ষত রয়েছেন বলে জানা গিয়েছে।