বাজার শেয়ার কমলেও এখনও বিক্রিতে দেশে এক নম্বর Maruti Suzuki

মে ২০২৩-এর যানবাহন বিক্রির ডেটা প্রকাশ করেছে ফেডারেশন অফ অটোমোবাইল ডিলারস অ্যাসোসিয়েশন (FADA)। সমস্ত সেগমেন্টেই মে মাসে বিক্রিবাটা বৃদ্ধি পেয়েছে। টু-হুইলার সেগমেন্টে ৯ শতাংশ, থ্রি-হুইলার সেগমেন্টে ৭৯ শতাংশ এবং যাত্রীবাহী যানবাহন বিভাগে ৪ শতাংশ বিক্রি বেড়েছে। আরও পড়ুন: বছরে আরও ১০ লক্ষ বেশি গাড়ি তৈরি করার টার্গেট Maruti Suzuki-র

২০২৩ সালে মে মাসে কোন গাড়ির চাহিদা সবচেয়ে বেশি ছিল, তাও উঠে এসেছে এই পরিসংখ্যানে।

যাত্রীবাহী গাড়ির সেগমেন্টে, ২০২৩ সালের মে মাসে ২,৯৮,৮৭৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। ২০২২ সালের মে মাসে তুলনায় ২,৮৬,৫২৩ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। অর্থাত্ গত বছরের তুলনায় বিক্রি ৪.৩১ শতাংশ বেশি বিক্রি হয়েছে এবারের মে মাসে। অর্থাত্ ১২,৩৫০ ইউনিট বিক্রি বৃদ্ধি পেয়েছে। ২০২৩ সালের এপ্রিলে গাড়ি বিক্রির সংখ্যা ছিল ২,৮২,৬৭৪ ইউনিট।

মে ২০২৩-এ গাড়ির খুচরো বিক্রি

২০২২ সালের মে মাসে মারুতির ১,১৯,৩১৫ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। সেই তুলনায় গত মাসে ১,১৮,৫০০ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। অর্থাত্, গত বছরের মে মাসের তুলনায় এই বছর বিক্রি সামান্য কম ছিল। তা সত্ত্বেও দেশে গাড়ি বিক্রির নিরিখে এক নম্বর স্থান ধরে রেখেঠে মারুতি সুজুকি।

সংস্থার বাজার শেয়ার ৪১.৬৪ শতাংশ থেকে কমে ৩৯.৬৫ শতাংশে নেমে এসেছে। মারুতি সুজুকিই একমাত্র সংস্থা যাদের গাড়ি বিক্রি ৫০,০০০ ইউনিটের সীমা পার করে গিয়েছে।

দুই নম্বরে হুন্ডাই

২০২৩ সালের মে মাসে ৪৫,২৯৭ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে হুন্ডাইয়ের। আগের বছরের মে মাসের তুলনায় ৩,৫৯০ ইউনিট বেশি গাড়ি বিক্রি হয়েছে।

তিন নম্বরে টাটা

২০২২ সালের মে মাসে টাটার ৩৫,৭৬২ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। সেই তুলনায় টাটা মোটর্সের ২০২৩ সালের মে মাসে ৪১,৮২৪ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হল, টাটা মোটর্সের বৈদ্যুতিক গাড়ির বিক্রিও আগের বছরের তুলনায় বেড়েছে।

চার নম্বরে মাহিন্দ্রা

মাহিন্দ্রার বিক্রিও বেড়েছে। ২০২২ সালের মে মাসে ২১,৪৫৯ ইউনিট গাড়ি বিক্রি হয়েছিল। এদিকে ২০২৩ সালের মে মাসে মাহিন্দ্রার ৩২,৬২৮ ইউনিট গাড়ি বিক্রি হয়েছে। অর্থাত্, গত বছরের তুলনায় ১১,১৬৯ ইউনিট গাড়ি বিক্রি বেড়েছে।

ইদানিং বাজারে SUV-র ট্রেন্ড বেড়েছে। আর সেই কারণেই মাহিন্দ্রার গাড়ি বিক্রি বেড়েছে বলে মনে করা হচ্ছে। মাহিন্দ্রা স্করপিও, বলেরো এবং XUV700-র বিক্রি সবচেয়ে বেশি। আরও পড়ুন: WagonR: দেশের সেরা! ৩০ লক্ষ বিক্রির মাইলফলক পেরিয়ে গেল Maruti Suzuki-র এই গাড়ি

এই খবরটি আপনি পড়তে পারেন HT App থেকেও। এবার HT App বাংলায়। HT App ডাউনলোড করার লিঙ্ক https://htipad.onelink.me/277p/p7me4aup