Mohammed Siraj faces off with Marnus Labuschagne in The Oval, picture gone viral

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজে ভারত ও অস্ট্রেলিয়ার (IND vs AUS) ডুয়েল হবে, আর স্লেজিং দেখা যাবে না! সেটা আবার হয় নাকি! ওভালে (The Oval) বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের প্রথম দিনেই এমন ছবি সামনে চলে এল। শর্ট বলে বিদ্ধ করেই মার্নাস লাবুশানের (Marnus Labuschagne) চোখে চোখ রেখে লড়াই শুরু করে দিলেন মহম্মদ সিরাজ (Mohammed Siraj)। স্বভাবতই এমন মুহূর্ত ভাইরাল হতেই সোশ্যাল মিডিয়াতে চর্চা তুঙ্গে। 

রোহিত শর্মা টস জিতে অস্ট্রেলিয়াকে প্রথমে ব্যাট করতে পাঠান। উসমান খোয়াজাকে ফিরিয়ে শুরুতে আঘাত হানেন সিরাজ। এরপর অজি ব্যাটিংয়ের অষ্টম ওভারের প্রথম ডেলিভারিটাই ছিল জোরাল শর্ট বল। সেই বল লাবুশানের বৃদ্ধাঙ্গুষ্ঠে লাগতেই ব্যথার চোটে তাঁর হাত থেকে ব্যাট ছিটকে যায়। আপাত নিরীহ ক্রিকেট ফাইনাল হঠাৎই অন্যরকম দেখায়। সোশ্যাল মিডিয়ায় শুরু হয় চর্চা। লাবুশেনের দিকে তাকিয়ে রয়েছেন সিরাজ, এমন ছবি পোস্ট করা হয় সোশ্যাল মিডিয়ায়। লেখা হয়, ‘সিরাজ বনাম লাবুশানে…শুরু হয়ে গিয়েছে লড়াই।’

আরও পড়ুন: WTC Final 2023, Coromandel Express Accident: করমণ্ডলে দুর্ঘটনাগ্রস্তদের প্রতি সহমর্মিতা,কালো আর্মব্যান্ড পরে মাঠে টিম ইন্ডিয়া

আরও পড়ুন:  Ravichandran Ashwin, WTC Final 2023: ‘বিশ্বের এক নম্বর স্পিনারকে কেউ বসিয়ে রাখে!’ অশ্বিন ছাঁটাই হতেই রোহিতকে ধমক আজহারের

যদিও সত্যি সত্যিই শুভমন গিল এমন কথা বলেছিলেন কিনা, তা জানা নেই। লাঞ্চের পরে দেখা গেল, মহম্মদ শামির একটি বেরিয়ে যাওয়া ডেলিভারি আগেই পড়ে ফেলেছেন স্টিভ স্মিথ। তিনি ইশারা করে সেটাই দেখাচ্ছিলেন স্মিথকে। ভারত আর অস্ট্রেলিয়ার মধ্যে খেলা হলে স্লেজিং আর অতীতের মতো উত্তাপ ছড়ায় না। অজি ক্রিকেটাররা আইপিএল খেলেন। ভারতের অনেক ক্রিকেটারই অজিদের সঙ্গে একই ফ্র্যাঞ্চাইজিতে খেলেন। ফলে স্লেজিংয়ে আগের সেই তীব্রতা আর নেই। যদিও বুধবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রথম দিন থেকেই কিন্তু স্লেজিংয়ের রগরগে ব্যাপারটা দেখা গেল। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)