P Sen Trophy All Set To Return After A Gap Of Six Years

কলকাতা: দীর্ঘ ৬ বছরের অপেক্ষা। ফের ইডেনে (Eden Gardens) ফিরছে পি সেন ট্রফি (P Sen Trophy)। ৬ বছর পর যে ফের পি সেন ট্রফি ফেরানোর পথে সিএবি (Cricket Association Of Bengal), সেই খবর প্রথম লিখেছিল এবিপি লাইভ। বুধবার তাতেই আনুষ্ঠানিকভাবে সিলমোহর পড়ল। আগামী ১৮ জুন থেকে শুরু হতে চলেছে এই টুর্নামেন্ট। জানিয়ে দিলেন সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। খেলা হবে ১০ দলের। নক আউট ফর্ম্যাটে হবে এই টুর্নামেন্টে। উল্লেখ্য, ২০১৬-১৭ মরসুমে সূচি সংক্রান্ত সমস্যার জন্য টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হয়নি। এরপর কোভিডের জন্য পরবর্তীতে বন্ধই থাকে পি সেন ট্রফি। 

একটা সময় এই পি সেন ট্রফি খেলেছিলেন কিংবদন্তি সচিন তেন্ডুলকর ও বিশ্বকাপজয়ী প্রাক্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিংহ ধোনির মত তারকা ক্রিকেটাররা। সিএবি সভাপতি স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় বলছেন, ”এই টুর্নামেন্টের একটা ইতিহাস রয়েছে। একটা ঐতিহ্য রয়েছে। অতীতে অনেক বিখ্যাত ভারতীয় ক্রিকেটাররা এই টুর্নামেন্ট খেলে গিয়েছিলেন। তাই এই টুর্নামেন্ট শুরু করাটা ভীষণ দরকার ছিল। ইডেনে দিন রাতের ফাইনাল অনুষ্ঠিত হবে। উল্লেখ্য, বাংলার প্রাক্তন ক্রিকেটার প্রয়াত প্রবীর সেনের স্মৃতিতে এই টুর্নামেন্ট আয়োজিত হয়। 

সেরা ইডেন

অতীতের মন্থর গতির পিচ এখন অতীত। চলতি মরসুমে ইডেনের বেশিরভাগ ম্যাচেই ব্যাটাররা সুবিধা পেয়েছেন। ব্যাটিং সহায়ক পিচে প্রচুর রানও উঠেছে। ইডেন অবশ্য একা নয়, ইডেনের পাশাপাশি মুম্বইয়ের ওয়াংখেড়েকেও যুগ্মভাবে সেরা মাঠ ও পিচের পুরস্কার দেওয়া হল। উভয় মাঠের মধ্য়েই ৫০ লক্ষ টাকার পুরস্কারমূল্য ভাগ করে দেওয়া হবে। তবে এই ইডেনের পিচ যতই সেরার পুরস্কার পাক না কেন, এই পিচ নিয়েই কিন্তু একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন কেকেআর অধিনায়ক নীতীশ রান।

নাইট অধিনায়ক নীতীশ বলেছিলেন, ‘কেকেআর ছাড়া মনে হয়, টুর্নামেন্টের বাকি সব দল ঘরের মাঠের সুবিধা পায়। ওখানে যখন আমরা ব্যাটিং উইকেটে খেলি, তখন হেসে খেলে প্রতিটি ম্যাচেই ২০০-র বেশি রান করি। আবার মন্থর পিচে খেলা হলে রান তুলতে বেশ কষ্ট হয়। পিচের এই চরিত্র বদলের ফলে ব্যাটারদের বার বার নিজেদের সঙ্গে মানিয়ে নিতেও অসুবিধা হয়। বাকি দলগুলোকে এই সমস্যায় পড়তে হয় না।’

আরও পড়ুন: হেডের অর্ধশতরান, ছন্দে স্মিথও, চা পানের বিরতিতে অস্ট্রেলিয়ার স্কোর ১৭০/৩