Suvendu Adhikari: মালদার হাবিবপুরে সভার অনুমতি পেলেন শুভেন্দু, এ বার আদালতে নন্দীগ্রামের জন্য

শর্তসাপেক্ষে মালদার হাবিবপুরে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে সভা করার অনুমতি দিল কলকাতা হাইকোর্ট। বিচারপতি রাজাশেখর মান্থা নির্দেশ দিয়েছেন, শান্তিপূর্ণ ভাবে সভা করতে হবে। সভার যাবতীয় তথ্য দিতে হবে রাজ্যকে। অন্যদিকে বৃহস্পতিবার নন্দীগ্রামে সভা করার অনুমতি চেয়েও হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন শুভেন্দু আধিকারী।

আদালতে শুভেন্দুর আইনজীবী জানান, হাবিবপুরে সভার জন্য পুলিশ প্রথমে অনুমতি দিলেও পরে প্রত্যাহার করে নেয়। পুলিশ জানায় হাইকোর্টের নির্দেশ মতো ১৫ দিন আগে সভা করার অনুমতি চেয়ে আবেদন করতে হবে। তিনি আদালতে জানান, সভার জন্য একাধিক তথ্য জানতে চাওয়া হচ্ছে। কত গাড়ি আসবে, মহিলা সমর্থকের সংখ্যা কত, এই সমস্ত তথ্য জানতে চাওয়া হচ্ছে। তিনি বলেন, জমির মালিক সভার অনুমতি দিলেও পুলিশ দিচ্ছে না।

আদালতে রাজ্য বলে, নিরাপত্তার জন্য সমস্ত তথ্য চাওয়া হয়েছে। বিচারপতি মান্থা তাঁর পর্যবেক্ষণে বলেন, আগের সভাগুলির জন্য আপনাদের এমন উদ্বেগ ছিল?

এর আগেও একাধিকবার শুভেন্দু সভার অনুমতি দেয়নি রাজ্য সরকার। বেশ কয়েকবার তিনি আদালতেরও দ্বারস্থ হয়েছেন। বিচারপতি রাজশেখর মান্থার এজলাসেই উঠছিল সেই সব মামলা। আগামী ১৬ জুন নন্দীগ্রামে শুভেন্দু মিছিল করবেন। নন্দীগ্রামের বিধায়ক কার্যালয় থেকে জানকীনাথ মন্দির পর্যন্ত মিছিলের কর্মসূচি রয়েছে। সেই কর্মসূচিতেও অনুমতি দিচ্ছে না পুলিশ। বিচারপতি মান্থা তাঁকে মামলা করার অনুমতি দিয়েছেন। শুক্রবার সেই মামলার শুনানি রয়েছে। (পড়তে পারেন। গণতন্ত্রের হত্যা, কড়া টুইট শুভেন্দুর, রিগিং শুরু, জানালেন মালব্য)