IND Vs AUS WTC Final 2023 Shardul Thakur Oval 3 Consecutive Fifties Test Cricket 3rd Visiting Player In History

লন্ডন: ব্যাটিংয়ে শার্দুল ঠাকুরের (Shardul Thakur) হাতটা মন্দ নয়। এর আগেও ইংল্যান্ড সফরে অর্ধশতরানের ইনিংস হোক বা আইপিএলে কেকেআরের হয়ে চাপের মুখে অনবদ্য অর্ধশতরান, বারংবার প্রমাণ করেছেন মুম্বইয়ের তারকা। বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের (WTC Final 2023) তৃতীয় অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) ফের একবার নিজের ব্যাটিং দক্ষতার প্রমাণ দিলেন শার্দুল ঠাকুর। শুধু প্রমাণ দিলেন বলা ভুল, একেবারে ডন ব্র্যাডম্যানের কৃতিত্বে ভাগ বসিয়ে ফেললেন ‘লর্ড’ নামে খ্যাত শার্দুল।

বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল দক্ষিণ লন্ডনের ওভালে আয়োজিত হচ্ছে। গত ইংল্যান্ড সফর এই ওভালের মাঠেই দুরন্ত দুই অর্ধশতরান হাঁকিয়েছিলেন শার্দুল। প্রথম ইনিংসে তিনি ঝোড়ো ৫১ রান করেছিলেন। দ্বিতীয় ইনিংস তাঁর ব্যাট থেকে এসেছিল ঝাঁ চকচকে ৬০ রান। সেই দুই ইনিংসে বিরাট চাপের মুখ থেকে ভারতকে টেনে তুলতে সক্ষম হয়েছিলেন শার্দুল। আজ, শুক্রবার, ৯ জুনও ফের একবার ভারতের সবচেয়ে প্রয়োজনীয় সময়ে ব্যাট হাতে জ্বলে উঠলেন শার্দুল। তাঁর ৫১ রানের ইনিংসে ভাগ বসালেন ব্র্যাডম্যান ও অ্যালন বর্ডারের কৃতিত্বেও। 

এদিন পর্যন্ত দুই অজি কিংবদন্তি ব্র্যাডম্যান ও বর্ডারই এমন দুই ব্যাটার ছিলেন, যারা অ্যাওয়ে দলের হয়ে ওভালে পরপর তিনটি অর্ধশতরান হাঁকিয়েছিলেন। শার্দুলও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের তৃতীয় দিনে অর্ধশতরান হাঁকিয়ে এই বিশেষ তালিকায় নিজের জায়গা করে নিলেন। এই মাঠে মাত্র তিন ইনিংস খেলে তিনটিতেই অর্ধশতরান করেছেন শার্দুল। এখনও টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের একটি ইনিংস বাকি রয়েছে। সেই ইনিংসেও শার্দুল যদি অর্ধশতরান করতে সক্ষম হন, তাহলে ব্র্যাডম্যান, বর্ডারকে পিছনে ফেলে শার্দুল একাই ওভালে নাগাড়ে সর্বাধিকবার অর্ধশতরান করার কৃতিত্ব নিজের নামে করে ফেলবেন।

প্রসঙ্গত, শার্দুল না থাকলে এই ম্যাচে হয়তো ভারতকে ফলোঅনই করতে হত। মাত্র ১৫২ রানে ছয় উইকেট হারিয়ে নিশ্চিত ফলোঅনের দিকে এগচ্ছিল ভারত। কিন্তু অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান রাহানে। তাঁকে যোগ্য সঙ্গ দেন শার্দুল ঠাকুর। এর আগেও ইংল্যান্ডে শার্দুল নিজের ব্যাটিং দক্ষতার পরিচয় দিয়েছিলেন। তাঁকে নিয়েই লড়াই চালাচ্ছেন রাহানে। দুই ব্যাটার ঘাতক দেখানো অজি আক্রমণের বিরুদ্ধে শুধু ক্রিজে টিকে থাকা নয়, বরং সুযোগ পেলেই রান করার জন্য চেষ্টা করেছেন। দুই ব্যাটারের আগ্রাসী ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ান বোলাররাও চাপে পড়েছেন, ভারতের স্কোরবোর্ডও এগিয়েছে দ্রুত গতিতে। রাহানে ও শার্দুলের ১০৯ রানের পার্টনারশিপের দৌলতেই ফলো অন এড়াতে পারে ভারত। শেষমেশ ২৯৬ রানে অল আউট হয় ভারত। তৃতীয় দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর চার উইকেটে ১২৩ রান। ২৯৬ রানে এগিয়ে রয়েছে অজিরা। 

আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা ‘ট্যুরিস্ট স্পট’ থেকে, রইল ৮ ‘অফবিট’ সন্ধান