Ajinkya Rahane Test Record Completes 5000 Runs Test Cricket IND Vs AUS WTC Final 2023

লন্ডন: ১৮ মাস পরে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালেই (WTC Final 2023) ভারতীয় দলে প্রত্যাবর্তন ঘটিয়েছেন অজিঙ্ক রাহানে (Ajinkya Rahane)। দীর্ঘদিন মাঠের বাইরে থাকার পর নিজের প্রত্যাবর্তন ম্যাচে অভিজ্ঞ রাহানে কেমন খেলেন, সেইদিকে সকলেরই নজর ছিল। হতাশ করলেন না রাহানে। যেখানে ভারতীয় টপ অর্ডার ওভালে চ্যাম্পিয়নশিপের প্রথম ইনিংসে ব্যর্থ হয়, সেখানে ব্যাট হাতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে (IND vs AUS) এক ঝাঁ চকচকে ইনিংস খেলে সকলেরই নজর কাড়লেন রাহানে।

১৩তম ব্যাটার হিসাবে লাল বলের ক্রিকেটে পাঁচ হাজার রানের গণ্ডি পার করলেন রাহানে। লাঞ্চের আগে যখন ১৫২ রানে ছয় উইকেট হারিয়ে কার্যত ধুঁকছিল ভারতীয় ইনিংস। তখনই রাহানে অজিদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। শার্দুল ঠাকুরকে সঙ্গে নিয়ে শতাধিক রানের পার্টনারশিপ গড়েন তিনি। নিজের কেরিয়ারের ২৬তম অর্ধশতরান হাঁকান রাহানে।  লাঞ্চের আগে তিনি ও শার্দুল ১০৮ রানের পার্টনারশিপে ভারতকে খাদের কিনারা থেকে টেনে তোলে। নিজের ইনিংসে দুই দুইবার জীবনদানও পান ভারতের অভিজ্ঞ ব্যাটার। গ

তকালই ইনিংসের শুরুর দিকে রাহানে আউট হলেও পরে দেখা যায় প্যাট কামিন্স দাগের বাইরে থেকে সেই বল করেছিলেন, ফলে নো বল হওয়ায় জীবনদান পান তিনি। এদিন লাঞ্চের আগেও ৭২ রানে ব্যাটিং করার সময় ফের একবার জীবনদান পান রাহানে। স্লিপে তাঁর ক্যাচ ফেলে দেন ডেভিড ওয়ার্নার। অবশ্য রাহানে তাঁর খুব বেশি লাভ তুলতে পারেননি। লাঞ্চের পরেই ৮৯ রানে সাজঘরে ফিরতে হয় ভারতীয় দলের তারকা ব্যাটারকে। তাঁর ও শার্দুলের ১০৯ রানের পার্টনারশিপ ভাঙে।

 

রাহানের এই ইনিংসে উচ্ছ্বসিত কিংবদন্তি ভারতীয় ব্যাটার সুনীল গাওস্করও (Sunil Gavaskar)। ধারাভাষ্য দেওয়ার সময় তিনি বলেন, ‘ও যে শতরানগুলি করেছে, সেগুলি কিন্তু সবসময়ই ভারতীয় দল যখন চাপে ছিল, সেইসময় এসেছে। প্রয়োজনের সময় সর্বদা এগিয়ে এসেছে ও। জানে কখন, কোথায় পারফর্ম করতে হয়। তবে ও এমন একজন লো প্রোফাইল খেলোয়াড় যে অর্ধশতরান বা শতরান হাঁকিয়ে কোনও সময়ই বাড়তি উদ্দীপনা দেখায় না। হালকা করে ব্যাট তুলে সেলিব্রেশনের বেশি আর কিছুই করতে দেখা যায় না ওকে।’

এবিপি আনন্দ এখন টেলিগ্রামেও, ক্লিক করুন এই লিঙ্কে
https://t.me/abpanandaofficial

আরও পড়ুন: গরম থেকে রেহাই পেতে ঘুরে আসুন ঠান্ডা ‘ট্যুরিস্ট স্পট’ থেকে, রইল ৮ ‘অফবিট’ সন্ধান