তুমুল বিক্ষোভ,পুলিশে ছয়লাপ, মতুয়া ঠাকুরবাড়ির ছোট মন্দিরে পুজো দিলেন অভিষেক

বিক্ষোভ যে হবে তা সকাল থেকেই আঁচ ছিল। সেই বিক্ষোভের জেরে মতুয়া ঠাকুরবাড়ির মূল মন্দিরে প্রবেশ করতে পারলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। সেই পর্যন্ত তিনি পাশের ছোট মন্দিরে গিয়ে পুজো দেন। সেখানে পুুজো দিয়ে বডমা বীণাপানি দেবীর ঘরে যান। 

অভিষেকের ঠাকুর বাড়িতে আসাকে কেন্দ্র করে সকাল থেকেই উত্তেজনার পারদ চড়ছিল। অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের পক্ষ থেকে ঠাকুর বাড়ির নাট মন্দিরে বসে বিক্ষোভ দেখানো হয়। সকাল থেকেই মন্দির চত্বর পুলিশে ছয়লাপ হয়ে যায়। বাড়িতে হঠাৎ পুলিশ দেখে ক্ষোভে ফেটে পড়েন কেন্দ্রীয় মন্ত্রী শান্তনু ঠাকুর।

তিনি পুলিশ কর্মীদের সরিয়ে দেন। পরে এ নিয়ে প্রশ্ন করা হলে তিনি বলেন,’ কে অভিষেক ও বাংলার মন্ত্রী না কেন্দ্রের? এত সাজগোছ হচ্ছ, মন্ত্রী এলেও হয় না। প্রধানমন্ত্রী যখন এসেছিলেন তখনও হয়নি। ও কে? সাধারণ সংসাদ।’ এর পর তিনি বলেন,’মমতা বন্দ্যোপাধ্যায় না থাকলে সাংসদ হিসাবে অভিষেক কে? সূর্যের আলোয় চাঁদ যেমন আলোকিত হয়, ও তাই। ও যেমন সাংসদ আমি সাংসদ। ভোটের আগে ঠাকুর বাড়িতে কী আছে?’

বিকাল তিনটি নাগাদ ঠাকুর বাড়িতে প্রবেশ করেন অভিষেক। তার আগে থেকেই মূল মন্দিরের সামনে বসে বিক্ষোভ দেখান অল ইন্ডিয়া মতুয়া মহাসঙ্ঘের কর্মীরা। তাঁরা তৃণমূল কর্মীদের উদ্দেশে কালো পতাকাও দেখান।