Asia Cup 2023 Pakistan Sri Lanka Set To Host Tournament ACC Likely To Approve PCB Hybrid Model Know Details

নয়াদিল্লি: দীর্ঘদিন ধরেই এশিয়া কাপ (Asia Cup 2023) নিয়ে না না জল্পনা-কল্পনা চলছেই। কোথায়, কীভাবে এবারের এশিয়া কাপ আয়োজিত হবে, তাই নিয়েও রয়েছে সংশয়। এবার সম্ভবত সেই সমস্যার সমাধান হতে চলেছে। খবর অনুযায়ী, পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) (PCB) প্রস্তাবিত হাইব্রিড মডেলেই সম্মতি দিতে চলেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি) (ACC)। 

হাইব্রিড মডেল অনুযায়ী এশিয়া কাপের সিংহভাগ ম্যাচগুলি পাকিস্তানেই আয়োজিত হবে। তবে ভারত পাকিস্তানের ম্যাচসহ ভারতের সমস্ত ম্যাচ শ্রীলঙ্কায় আয়োজিত হতে পারে। নিরপেক্ষ দেশ হিসাবে শ্রীলঙ্কাকেই বেছে নেওয়া হচ্ছে বলে খবর। ভারতের গ্রুপপর্বের ম্যাচগুলির পাশাপাশি রোহিত শর্মার নেতৃত্বাধীন দল যদি টুর্নামেন্টের ফাইনালে পৌঁছতে পারে, তাহলে সেই ফাইনালটিও দ্বীপরাষ্ট্রেই আয়োজিত হবে। এখনও সরকারিভাবে কিছু জানানো না হলেও, শোনা যাচ্ছে আসন্ন সপ্তাহের শেষের দিকেই সরকারি ঘোষণা হতে পারে। 

আরও পড়ুন: ঘন-লম্বা চুল পেতে বাড়িতেই করুন পরিচর্যা, চুলের যত্নে ব্যবহার করতে পারেন এই পাঁচ উপকরণ