পঞ্চায়েত ভোটের আগে বড় প্রাপ্তি, রাজ্যকে ৯ হাজার কোটি টাকা দিল কেন্দ্র

পঞ্চায়েত নির্বাচনের আগে বড় প্রাপ্তি রাজ্যের। কর বাবদ রাজ্যের প্রাপ্ত টাকার এক কিস্তি দিল কেন্দ্র। অর্থের অঙ্ক প্রায় নয় হাজার কোটি টাকা। সোমবার টুইট করে অর্থমন্ত্রকের তরফে এই খবর জানানো হয়েছে।

একাধিক প্রকল্প বাবাদ প্রাপ্ত অর্থ না দেওয়ার অভিযোগে কেন্দ্রের বিরুদ্ধে লাগাতার প্রতিবাদ জারি রখেছে শাসকদল। সোমবারও এই দাবিতে এই মিছিলের ডাক দেওয়া হয়েছিল কলকাতায়। তারই মধ্যে কর বাবদ প্রাপ্ত টাকার মধ্যে নয় হাজার কোটি টাকা দেওয়া হল।

অর্থমন্ত্রক থেকে জানানো হয়েছে, কর বাবদ টাকার তৃতীয় কিস্তি দেওয়া হল রাজ্যগুলিকে। এই খাতে কেন্দ্র ১ লক্ষ ১৮ হাজার ২৮০ কোটি টাকা দেওয়া দিয়েছে কেন্দ্র। এক কিস্তির টাকা অগ্রিম হিসাবে দেওয়া হয়েছে বলে অর্থমন্ত্রক জানিয়েছে। এই টাকা রাজ্য সরকারগুলি উন্নয়ন খাতে খরচ করতে পারবে।

এই খাতে রাজ্য পেয়েছে ৮ হাজার ৮৯৮ কোটি টাকা। তবে উল্লেখযোগ্য ভাবে প্রাপ্ত অর্থের তালিকায় শীর্ষে রয়েছে উত্তরপ্রদেশ। যোগীর রাজ্য পেয়েছে, ২১ হাজার ২১৮ কোটি টাকা। প্রাপ্তির তালিকায় একেবারে নিচে রয়েছে গোয়া। তারা পেয়েছে ৪৫৭ কোটি টাকা।

তবে এমন একটা সময় এই অর্থ দেওয়ার কথা ঘোষণা করা হল যখন রাজ্যে পঞ্চায়েত নির্বাচন ঘোষণা হয়েছে। ফলে এই টাকা ভোট শেষ হয়ে যাওয়ার পর উন্নয়ন খাতে খরচ করতে পারবে রাজ্য সরকার।

প্রসঙ্গত, এপ্রিল মাসে কেন্দ্র ৯৭৯ কোটি টাকা দিয়েছিল রাজ্যকে। পঞ্চায়েত সমিতি ও গ্রাম পঞ্চায়েতের উন্নয়ন খাতে এই অর্থ বরাদ্দ করে থাকে কেন্দ্র।

তবে শাসকদল প্রাপ্তিকে গুরুত্ব দিতে নারাজ। তাঁদের বক্তব্য, বকেয়া প্রকল্পের টাকা এবার দিক কেন্দ্র। তবে রাজনৈতিক মহলের ব্যাখ্যা,  কেন্দ্র এই সময় অর্থ দেওয়ার কথা ঘোষণা করে এক ঢিলে দুই পাখি মারতে চাইল। পঞ্চায়েত ভোট ঘোষণার পর পরই অর্থ দেওয়ার কথা জানিয়ে রাজ্য যে বঞ্চনার অভিযোগ তুলছিল তা খণ্ডন করতে চাইল। অন্যদিকে এমন সময় টাকা দেওয়া হল যখন রাজ্য উন্নয়ন খাতে খরচ করে এর ফায়দা নিতে পারবে না।