Justice Abhijit Ganguly: বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে করা হয় মামলা, SC থেকে তা প্রত্যাহার রাজ্যের

পুরনিয়োগ দুর্নীতি মামলায় এর আগে সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছিল রাজ্য সরকার। এদিকে হাই কোর্টের ডিভিশন বেঞ্চেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানিয়ে মামলা চলছে। এই আবহে উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চ রাজ্যকে প্রশ্ন করেছিল, একই মামলা সুপ্রিম কোর্ট ও হাই কোর্টের ডিভিশন বেঞ্চে কীভাবে চলবে? এই প্রশ্নের মুখে এবার এই সংক্রান্ত মামলাটি সুপ্রিম কোর্ট থেকে প্রত্যাহার করে নিল রাজ্য সরকার।

উল্লেখ্য, এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় কুন্তল ঘোষের মুখে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম শোনা যাওয়ার পর বিচারপতি গঙ্গোপাধ্যায় নির্দেশ দিয়েছিলেন, প্রয়োজনে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তৃণমূল সাংসদকে জেরা করতে পারবেন। পরে সেই মামলাটি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে সরে যায়। সুপ্রিম নির্দেশে পুর নিয়োগ মামলাও সরে যায় তাঁর এজলাস থেকে। পুরনিয়োগ মামলাটি বিচারপতি অমৃতা সিনহার এজলাসে যায়। বিচারপতি সিনহাও সিবিআই তদন্তের নির্দেশ বহাল রাখেন। বিচারপতি সিনহার সেই নির্দেশকে চ্যালেঞ্চ করে হাই কোর্টের ডিভিশন বেঞ্চে যায় রাজ্য সরকার। এদিকে এই একই মামলায় এর আগে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন, সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিল রাজ্য। এই আবহে একই মামলা সুপ্রিম কোর্ট এবং হাই কোর্টের ডিভিশন বেঞ্চে চলছে। গত বৃহস্পতিবার এই নিয়েই প্রশ্ন তোলেন উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চের বিচারপতি।

এদিকে পুরনিয়োগ মামলায় বিচারপতি সিনহার সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে করা মামলাটি চলছে বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি পার্থসারথি চট্টোপাধ্যায়ের ডিভিশন বেঞ্চে। বৃহস্পতিবার ইডির আইনজীবী ডিভিশন বেঞ্চকে জানান যে এই একই মামলা সুপ্রিম কোর্টেও চলছে। এদিকে রাজ্যের তরফে ডিভিশন বেঞ্চকে সুপ্রিম মামলার কথা জানানো হয়নি এর আগে। এই নিয়ে প্রশ্ন করা হলে রাজ্যের তরফে আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানিয়েছিলেন, রাজ্য সুপ্রিম কোর্ট থেকে মামলাটি প্রত্যাহার করে নেবে। এই আবহে রবিবারই জানা যায় যে সুপ্রিম কোর্ট থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের রায়কে চ্যালেঞ্জ জানানো মামলাটি প্রত্যাহার করেছে রাজ্য। আপাততি শুধুমাত্র উচ্চ আদালতের ডিভিশন বেঞ্চেই এই মামলার শুনানি হবে।