McDonald’s ad controversy: কাউন্টারে সুন্দরীদের বসিয়ে খদ্দের টানছে ফাস্ট ফুড সংস্থা? বিতর্ক বিজ্ঞাপন নিয়ে

ম্যাকডোনাল্ডের বিজ্ঞাপন নিয়ে তুঙ্গে উঠল বিতর্ক। তাদের সাম্প্রতিক বিজ্ঞাপন নেটিজেনদের অনেকেরই পছন্দ হয়নি। সে কথাই বারবার উঠে এল সমাজ মাধ্যমে। সম্প্রতি ম্যাকডোনাল্ড ইন্ডিয়ার একটি বিজ্ঞাপনে দেখা যায়, এক তরুণী কাউন্টারে দাঁড়িয়ে অর্ডার নিচ্ছেন। সেই কাউন্টারেই খাবার অর্ডার দিতে আসেন এক তরুণ‌। দুজনের চোখাচোখি হয়‌। তারপর তা থেকে এক ভালো লাগাও তৈরি হয়েছে বোঝা যায়‌। ওই বিজ্ঞাপন নিয়ে বিতর্ক চরমে ওঠে‌।‌ বিজ্ঞাপনের মধ্যে দিয়ে ফুটে ওঠা ইঙ্গিত মোটেই ভালোভাবে নেননি অনেকে। বরং সমাজ মাধ্যমে ওই বিজ্ঞাপনের একটি পোস্ট করতেই তুমুল সমালোচনার মুখে পড়তে হয় সংস্থাটিকে। খাবারের সংস্থা এই বিজ্ঞাপনে কী বার্তা দিতে চান, তা নিয়েও অনেকে প্রশ্ন তোলেন। রীতিমতো তুঙ্গে ওঠে তরজা।

আরও পড়ুন: ডিজিটাল পেমেন্টের নিরিখে বিশ্বের শীর্ষে ভারত, নেপথ্যে কী কারণ

আরও পড়ুন: জুলাইয়েই চন্দ্রযান ৩ পাড়ি দেবে চাঁদে, কোথায় অবতরণ করবে? জানালেন ইসরো অধিকর্তা

সম্প্রতি ৫ জুন একটি পোস্ট করা হয় ম্যাকডোনাল্ডের তরফে। তাদের ইউটিউব ভিডিয়োর পোস্টে দেখা যায়, ১৭৯ টাকার একটি খাবারের কথা বলছে সংস্থা‌।‌ তবে শুধু তাই নয়, ১৭৯ টাকার খাবারের সঙ্গে আরও কিছু হয়ে যেতে পারে বলে লেখে সংস্থাটি। তাই নিয়েই শুরু হয় বিতর্ক। ভিডিয়োটিতে দেখা গিয়েছিল তরুণীকে দেখামাত্র তরুণটির ভালো লেগে যায়। খেতে বসে টেবিল থেকেও‌ বেশ কয়েকবার সেদিকে ঘুরে দেখছিলেন তিনি। এরপর খাওয়া শেষে ফের ছুটে যান কাউন্টারের দীর্ঘ লাইনে। পাশের একটি কাউন্টার ফাঁকা ছিল। সেখানে দাঁড়ানো একজন তরুণ কর্মী তাঁকে ডাকেন‌। কিন্তু তিনি তরুণীর কাউন্টার থেকে যেতে চান না।‌ অবশেষে দুজন মুখোমুখি হন।

এই বিজ্ঞাপনের ক্যাপশনেই লেখা হয়, একটা ১৭৯ টাকার খাবার থেকে অনেক কিছু হতে পারে। একটি হাসি, চোখাচোখি ও আরও অনেক কিছু। কিন্তু এই বিজ্ঞাপনের দৃষ্টিভঙ্গিটিই ভালোভাবে নেননি অনেকে। অনেকের কথায়, সংস্থার তরুণী কর্মীদের এভাবে পণ্য করে তোলা হচ্ছে‌। ব্যবসার কাজে তাঁদের টোপ হিসেবে ব্যবহার করা হচ্ছে বলেও লেখেন অনেকে। অনেকে ম্যাকডোনাল্ডের এই মানসিকতাকে নিম্নরুচির মানসিকতা বলেন। এমনকী সংস্থাকে বয়কট করার দাবিও তোলা হয়। তবে সংস্থার তরফে এখনও ভিডিয়োটি সরিয়ে নেওয়া হয়নি। বিতর্কের কারণে ইউটিউবের ভিডিয়োতে ভিউসের সংখ্যাও বেড়েছে অনেকটাই। তবে কেউ কেউ আবার বলেন, শুধু সমালোচনা করতেই কেউ কেউ সমালোচনা করছেন। সব মিলিয়ে বিজ্ঞাপন নিয়ে তুঙ্গে উঠেছে তরজা।