Virat Kohli Instagram story on scathing criticism after final failure

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বাইশ গজের যুদ্ধে তাঁর উপর ভরসা করে টিম ইন্ডিয়া (Team India)। তবে আইসিসি-র (ICC) নক আউট পর্বে একেবারে ব্যর্থ বিরাট কোহলি (Virat Kohli)। বছরের পর বছর পেরিয়ে যাওয়ার সঙ্গে বেড়ে চলেছে আইসিসি ইভেন্টে বিরাটের ব্যর্থতার উপখ্যান। এবার বিশ্ব টেস্টে ফাইনালের (ICC World Test Championship Final 2023) অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে ল্যাজেগোবরে হওয়ার পর ফের ইনস্টাগ্রামে নিজের অজুহাত তুলে ধরলেন টিম ইন্ডিয়ার মহাতারকা। সুনীল গাভাসকর (Sunil Gavaskar), রিকি পন্টিং (Ricky Ponting), সৌরভ গঙ্গোপাধ্যায়ের (Sourav Ganguly) মতো প্রবাদপ্রতিম বিরাটের লাগাতার ব্যর্থতা নিয়ে প্রকাশ্যে তাঁকে ধুয়ে দিলেও, বিরাট অবশ্য নিজের মেজাজ ধরে রেখেছেন। 

প্রথম ইনিংসে বিরাট আউট হওয়ার পরে একটি ছবি ভাইরাল হয় নেটদুনিয়ায়। দেখা যায় কোহলি খাচ্ছেন। তাঁকে ঘিরে রয়েছেন শুভমন গিল, ঈশান কিশান এবং বিক্রম রাঠোর। এরপরই সোশ্যাল মিডিয়ায় বিরাটকে কটাক্ষ করা শুরু হয়। ফেসবুকে এক নেটিজেন খাবারের প্লেট হাতে তাঁর ছবি পোস্ট করে লেখেন, ২০০৩ সালের বিশ্বকাপ ফাইনালে দ্রুত আউট হয়ে যাওয়ার পরে সচিন তেন্ডুলকর তিন দিন খেতে পারেননি। সেই সময়ে যাবতীয় কটাক্ষের জবাব দিয়ে পোস্ট করেন বিরাট। 

ভারতের ইনিংসের তখন ১৮.২ ওভারে আউট হন বিরাট। মিচেল স্টার্কের বল গুডলেন্থ স্পটের কিছুটা আগে থেকে লাফিয়েছিল। বিরাট ততক্ষণে সামনের পায়ে চলে এসেছিলেন। সেই ডেলিভারিকে কিছুতেই ম্যানেজ করতে পারলেন না। মাত্র ০.৮ সেকেন্ডের মধ্যে দারুণ ক্যাচ লুফে নেন ‘ফ্যাব ফোর’-এর শীর্ষে থাকা স্টিভ স্মিথ। শেষ ২০২১ সালের বিশ্ব টেস্ট ফাইনালে নিউজিল্যান্ডের বিরুদ্ধে দুই ইনিংসে বিরাটের ব্যাট থেকে এসেছিল ১৩২ বলে ৪৪ ও ২৯ বলে ১৩ রান। সেবার কিউয়িরা ট্রফি হাতে তুলেছিল। আর এবার চ্যাম্পিয়ন হল অস্ট্রেলিয়া। 

আরও পড়ুন: Shubman Gill, WTC Final: আম্পায়ারকে কটাক্ষ করতেই বিপত্তি, শুভমনকে কড়া শাস্তি দিল আইসিসি

আরও পড়ুন: WTC Final 2023, IND vs AUS: বাইশ গজে ব্যর্থ হলেও, ইনস্টাগ্রামে নিন্দুকদের তুলোধুনা করছেন বিরাট!

দ্বিতীয় ইনিংসেও ফের সমালোচনার মুখে পড়েন বিরাট। ৪৯ রানে ব্যাট করার সময় অহেতুক আগ্রাসী শট খেলে আউট হন তিনি। দায়িত্বজ্ঞানহীন শট নিয়ে বিরাটের উপর ক্ষোভ উগরে দেন একাধিক কিংবদন্তিরা। স্কট বোল্যান্ডের একটি বাইরে যাওয়া ডেলিভারিতে অহেতুক ব্যাট বাড়িয়ে দেন। ডান দিকে শরীরকে ছুঁড়ে ফের একবার তাঁর ক্যাচ ধরেন স্মিথ। 

তারপরেই ফের ইনস্টাগ্রামে পোস্ট করে বিরাট লিখেছেন, ‘চুপচাপ থাকলেই আসলে অনেক বেশি শক্তি পাওয়া যায়।’ এই পোস্ট দেখে ক্রিকেটপ্রেমীদের দাবি, সমালোচনার মধ্যে আপাতত চুপ করে থাকতে চাইছেন বিরাট। আগামী দিনে বড় রান করে এই সমালোচনার জবাব দেবেন ‘কিং কোহলি’, এমনটাই আশা করেছেন তাঁর সমর্থকরা। 

কিন্তু আইপিএল ও নিরামিষ ম্যাচে পারফর্ম করা বিরাট কি ভবিষ্যতে বড় ও কঠিন ম্যাচে রান করতে পারবেন? উত্তর দেবে সময়। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)