WTC Final: টেস্ট চ্যাম্পিয়নশিপ হারের পর ভারতের একাদশ নিয়ে প্রশ্ন তুললেন সচিন

<p><strong>মুম্বই:</strong> টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে ভারতের অসহায় আত্মসমর্পন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ২০৯ রানে হার। শেষ দিনে এক সেশনে ৭ উইকেটের পতন। টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেওয়া। হারের পর ভারতীয় দল নিয়ে হাজারাে প্রশ্ন উঠে গিয়েছে। এবার সেই তালিকায় সচিন তেন্ডুলকরও। ভারতীয় একাদশে রবিচন্দ্রন অশ্বিনের উপস্থিতি না দেখতে পেয়েই অবাক হয়েছেন মাস্টার ব্লাস্টার।</p>
<p>সচিন তেন্ডুলকর ট্যুইট করে লিখেছেন, ”এই ম্যাচে টিকে থাকার জন্য ভারতীয় দলকে প্রথম ইনিংসে বিরাট পারফরম্যান্স করার প্রয়োজন ছিল। কিন্তু তারা সেই কাজটা করকে দেখাতে পারেননি। সেখানে <a title="ভারতীয় দল" href="https://bengali.abplive.com/topic/indian-cricket-team" data-type="interlinkingkeywords">ভারতীয় দল</a>ের জন্য বেশ কিছু ভাল মূহূর্তও তৈরি হয়েছিল। কিন্তু সেই জায়গা গুলোওকাজে লাগাতে তারা ব্যর্থ হয়েছেন। তবে ভারকতীয় দলের প্রথম একাদশ থেকে রবিচন্দ্রন অশ্বিনকে না রাখার বিষয়টা এখনও পর্যন্ত সেভাবে বুঝতে পারনাম না। এই মুহূর্তে টেস্টের মঞ্চে এক নম্বর বোলার তিনি।” উল্লেখ্য, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের জন্য শার্দুল ঠাকুর ও অশ্বিনের মধ্যে কোনও একজনকে নেওয়া হবে, তার আন্দাজ আগেই দিয়েছিল টিম ম্যানেজমেন্ট। পরে অবশ্য শার্দুলকেই নেওয়া হয়। শার্দুল নিজে ব্যাটে-বলে ভাল পারফরম্যান্সও করেছেন অবশ্য। একটি অর্ধশতরানও হাঁকিয়েছেন। কিন্তু অশ্বিনের মত বিশ্বমানের স্পিনারকে দলে না রাখা নিয়ে প্রশ্ন উঠেছে। প্রথম ইনিংসে ৪৬৯ রান বোর্ডে তুলে ফেলেছিল অস্ট্রেলিয়া। সেঞ্চুরি হাঁকিয়েছিলেন হেড ও স্মিথ। অশ্বিন থাকলে এতটা রান বোর্ডে অজিরা তুলতে পারত না বলেই মনে করছেন অনেকে। যেখানে এই মুহূর্তে বিশ্ব টেস্ট ক্রমতালিকায় বোলারদের তালিকায় শীর্ষে রয়েছেন অশ্বিন। অন্যদিকে অলরাউন্ডাদের তালিকাতেও দ্বিতীয় স্থানে রয়েছেন এই অভিজ্ঞ ক্রিকেটার। সেখানে অশ্বিনের একাদশের বাইরে থাকা অনেকেই মানতে পারছেন না। সচিন আরও বলেন, ”প্রথম দিন দারুণ পার্টনারশিপ গড়ে ম্যাচটা নিজেদের দিকে নিয়ে চলে আসে স্টিভ স্মিথ এবং ট্রাভিস হেড। ম্যাচে টিকে থাকার জন্য প্রথম ইনিংসে ভারতকে দীর্ঘক্ষণ ব্যাট করতে হত। বড় রান তুলতে হত। কিন্তু ওরা পারেনি। ম্যাচে কয়েকটি ভালো মুহূর্তও গিয়েছে ভারতের।”</p>
<p>গতকাল শেষ দিনে ৭ উইকেট হাতে নিয়ে ২৮০ রানের লক্ষ্য নিয়ে মাঠে নেমেছিল ভারত। ক্রিজে ছিলেন বিরাট ও রাহানে। ২ জনে ফিরতেই ভারতের হার নিশ্চিত হয়ে যায়। বিরাট ৪৯ ও রাহানে ৪৬ রানে ফেরেন দ্বিতীয় ইনিংসে।&nbsp;</p>
<div id="between-para-div2" class="ad-block-container ad-below-subtitle">
<p id="between-para-tag2">&nbsp;</p>
<div id="between-para-ad2">
<div id="div-gpt-ad-1634123067513-2">&nbsp;</div>
</div>
</div>